(বাঁ দিকে) টি বীনা এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (ডান দিকে)। —ফাইল চিত্র।
আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কন্যা টি বীণার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করারও নির্দেশ দিয়েছে কেন্দ্র। আর তার পরেই বিজয়নের পদত্যাগ চেয়ে সরব হয়েছে বিরোধী কংগ্রেস এবং বিজেপি।
সরকারি সংস্থা ‘কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইলস লিমিটেড’-এর কাছ থেকে ২ কোটি ৭৩ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বিজয়ন-কন্যার সংস্থা ‘এক্সালজিক সলিউশন’-এর বিরুদ্ধে। আরও অভিযোগ, একটি কাজের জন্য টাকা নেওয়া হলেও কোনও কাজই করেনি ওই সংস্থা।
অভিযোগ ওঠার পরেই কেন্দ্রের কর্পোরেট বিষয়ক মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (এসএফআইও) এর তদন্ত শুরু করে। সম্প্রতি বীণার বিরুদ্ধে কোচির আর্থিক অপরাধ সংক্রান্ত বিশেষ আদালতে চার্জশিট জমা দেয় তদন্তকারী সংস্থা।
১৬০ পাতার অভিযোগপত্রে অভিযুক্ত হিসাবে এসএফআইও বীণা ছাড়াও সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শশীধরণ কার্তা এবং আরও ২৫ জনের নাম নিয়েছে। কয়েকটি সংস্থার নামও রয়েছে সেখানে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, বিজয়নের কন্যার সংস্থার সঙ্গে সরকারি সংস্থার মধ্যে যে চুক্তি হয়েছে, তাতে কোনও ভুল নেই। তবে এ ক্ষেত্রে যে আর্থিক লেনদেন হয়েছে, তা প্রতারণানমূলক বলে দাবি করেছে তারা।