১১ বছরের নাবালককে কুপিয়ে খুনের অভিযোগ মাটিয়ায়। —নিজস্ব চিত্র।
দুই নাবালকের শিশুসুলভ ঝগড়ায় নাক গলালেন কাকা। রাগের চোটে ১১ বছরের ভাইপোকে অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনায় শোরগোল উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানা এলাকায়। বালককে খুনে অভিযুক্ত কাকা পলাতক। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ। এমন ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়েরা।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে মাটিয়ার গাঙাটি এলাকায় বাড়ির সামনে খেলছিল ১১ বছরের আমিনুর জামান। তার সঙ্গে বল নিয়ে খেলছিল তুতো বোন। হঠাৎ বল নিয়ে দুই খুদের মধ্যে ঝগড়া শুরু হয়। অভিযোগ, সেই সময় মেয়েটির বাবা কামরুল মণ্ডল ছুটে গিয়ে ভাইপো আমিনুরকে মারধর করেন।
সেখানেই থেমে থাকেননি তিনি। একটি ধারালো অস্ত্র দিয়ে নাবালক ভাইপোকে তিনি কোপাতে থাকেন বলে অভিযোগ। চিৎকার করে কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে যায় নাবালক। বাড়ির অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা ছুটে যান তাকে উদ্ধার করতে। তত ক্ষণে কামরুল অস্ত্র ফেলে দৌড়ে পালান বলে দাবি।
রক্তাক্ত অবস্থায় বালককে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন তার মৃত্যু হয়েছে। এ নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করার দাবি জানান এলাকাবাসী। ইতিমধ্যে পুলিশ গিয়ে কামরুলের বাড়ি সিল করে দিয়েছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার আমিনুরের দেহ বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।