Elephants

বুনো হাতির পালের আক্রমণে প্রাণ গেল এক শিশু-সহ তিন জনের

রাস্তা পার হচ্ছিল ৪২টি হাতির একটা পাল। আচমকাই হাতির আক্রমণের মুখে পড়ে মৃত্যু হয়েছে তিন জনের। ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি গাড়ি।

Advertisement

সংবাদ সংস্থা

গুয়াহাটি শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ২০:২১
Share:

হাতির আক্রমণে মৃত্যু হল শিশু-সহ তিন জনের। প্রতীকী ছবি।

বুনো হাতির তাণ্ডবে এক শিশু-সহ ৩ জনের মৃত্যু হল। জখম হলেন আরও ২জন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে অসমের গোয়ালপাড়া জেলায়। ক্ষতিগ্রস্ত হয়েছে ২টি গাড়ি।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এলাকায় ৪২টির হাতির একটি পাল ঢোকে। লখিপুর এলাকায় ছোট সিগরি এলাকায় রাস্তা পার হচ্ছিল হাতিগুলি। সেই সময় আক্রমণ চালায় তারা। একটি ই-রিকশায় আক্রমণ চালায় হাতির দল। ই—িকশার ২ যাত্রীর মৃত্যু হয়েছে। গুয়াহাটিগামী একটি গাড়িও হাতির আক্রমণের মুখে পড়ে। গাড়ির ১ যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি পেশায় ব্যবসায়ী।

Advertisement

ই-রিকশায় ছিলেন রমানি রাভা নামে ২৯ বছরের এক যুবক ও তাঁর ১৭ মাসের শিশুকন্যা। ২জনেরই মৃত্যু হয়েছে। তাঁর স্ত্রী ও ৫ বছরের ছেলে গুরুতর জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এলাকায় এখনও হাতিগুলি ঘুরছে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement