Crime

গ্রামের প্রাক্তন প্রধানকে পিটিয়ে খুনের অভিযোগ বর্তমান প্রধানের স্বামীর বিরুদ্ধে

গ্রামের প্রাক্তন প্রধানকে পিটিয়ে হত্যার অভিযোগে মোট ন’জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশের বিশাল বাহিনী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ১৭:২৭
Share:

গ্রামের প্রাক্তন প্রধানকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। এলাকায় মোতায়েন পুলিশ। প্রতীকী ছবি।

গ্রামের প্রাক্তন প্রধানকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল বর্তমান পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজ জেলার তালগ্রাম থানা এলাকায়। এই ঘটনায় এলাকা পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ‘হ্যান্ড পাম্প’ লাগাতে গিয়েছিলেন নারুইয়া গ্রামের প্রাক্তন প্রধান অরুণকুমার শাক্য। সেখানে ছিলেন বর্তমান গ্রাম প্রধান সরোজিনী দেবীর স্বামী। এর পরই তাঁদের মধ্যে গোলমাল বাধে।

অভিযোগ, গোলমালের সময়ই প্রাক্তন প্রধানকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের স্বামী ও তাঁর দলবলের বিরুদ্ধে। জখম অবস্থায় স্থানীয়দের একাংশ প্রাক্তন প্রধানকে তালগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার রাতে হাসপাতালে মৃত্যু হয় প্রাক্তন প্রধানের।

Advertisement

এই ঘটনায় নয় জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement