‘পুষ্পা ২’ ছবিতে অল্লু অর্জুনের লুক। ছবি: সংগৃহীত।
‘পুষ্পা ২’ দেখতে গিয়ে বিপত্তি। খাবারের দাম নিয়ে বচসার জেরে দর্শকের কান কামড়ে দিলেন প্রেক্ষাগৃহে থাকা ক্যান্টিনের মালিক! মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গোয়ালিয়রের ইন্দারগঞ্জ এলাকার একটি প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’ সিনেমা দেখতে গিয়েছিলেন এক যুবক। বিরতির সময় ওই প্রেক্ষাগৃহের ভিতরে থাকা ক্যান্টিনে খাবার কিনতে যান তিনি। খাবার কেনার পর ক্যান্টিনের মালিক দাবি করেন, টাকা মেটাননি ওই যুবক। যুবক পাল্টা দাবি করেন, খাবার নেওয়ার আগেই টাকা মিটিয়ে দিয়েছেন তিনি। এই নিয়ে দু’জনের বচসা শুরু হয়।
বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, হঠাৎই যুবকের কান কামড়ে দেন ক্যান্টিনের মালিক। আরও অভিযোগ, ক্যান্টিনমালিকের তিন সহযোগী আক্রান্ত যুবককে মারধর করেন। সোমবার পুলিশে অভিযোগ দায়ের করেন ওই যুবক। এই প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) নীরঞ্জন শর্মা বলেন, “খাবারের দাম মেটানো নিয়ে বচসা আর তার জেরে মারামারির একটি ঘটনার কথা আমরা জানতে পেরেছি। তদন্ত শুরু হয়েছে।”