Reporters Without Borders

সবচেয়ে বেশি সাংবাদিক খুন করেছে ইজ়রায়েল, ‘বিপজ্জনক’ তালিকায় পাকিস্তান, বাংলাদেশও!

পাকিস্তানে সাত জন সাংবাদিক গত এক বছরে প্রাণ হারিয়েছেন। মেক্সিকো এবং বাংলাদেশে খুন হয়েছেন পাঁচ জন করে সাংবাদিক। ইজ়রায়েল সেনা মেরেছে ১৮ জনকে। এর মধ্যে ১৬ জন সাংবাদিককেই গাজ়ায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৪:১৮
Share:

কর্মরত সাংবাদিকদের উপর হামলা বাড়ছে বিশ্ব জুড়ে। ছবি: রয়টার্স।

চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ এবং সংঘাতের পরিস্থিতিতে কর্মরত ৫৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। আর তাঁদের মধ্যে এক-তৃতীয়াংশকেই খুন করেছে ইজ়রায়েলি সেনা! সংবাদ সংস্থা এএফপির বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

Advertisement

সাংবাদিকদের অধিকার রক্ষার কাজ করা আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ (আরএসএফ)-এর দেওয়া তথ্য উদ্ধৃত করে লেখা প্রতিবেদন জানাচ্ছে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৫৪ জন সাংবাদিকের মধ্যে ১৮ জনই ইজ়রায়েলি বাহিনীর ‘শিকার’। এঁদের মধ্যে গাজ়ায় নিহত হয়েছেন ১৬ জন এবং লেবাননে দু’জন।

চলতি বছর সাংবাদিকদের জন্য ‘সবচেয়ে বিপজ্জনক ভূখণ্ডে’র তালিকার শীর্ষে রয়েছে গাজ়া। এর পরেই আছে পাকিস্তানের নাম। সেখানে সাত জন সাংবাদিক গত এক বছরে প্রাণ হারিয়েছেন। মেক্সিকো এবং বাংলাদেশে খুন হয়েছেন পাঁচ জন করে সাংবাদিক। ওই রিপোর্ট জানাচ্ছে, সারা বিশ্বে ৫৫ জন সাংবাদিক এ মুহূর্তে পণবন্দি রয়েছেন। তাঁদের মধ্যে ২৫ জনই জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর হাতে আটক। যে তিন দেশ সবচেয়ে বেশি সাংবাদিককে জেলবন্দি করেছে তারা হল— চিন (১২৪), মায়ানমার (৬১) এবং ইজ়রায়েল (৪১)।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement