Uttar Pradesh Accident

উত্তরপ্রদেশে জাতীয় সড়কের উপর উল্টে গেল কোচিং সেন্টারের বাস, জখম বহু পড়ুয়া ও শিক্ষক

রবিবার দুপুরে ২৮নম্বর জাতীয় সড়কের উপর তুর্কপট্টিথানা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আহত হয়েছেন ১১ জন পড়ুয়া। সকলকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ২১:৪১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

উত্তরপ্রদেশে জাতীয় সড়কের উপরেই উল্টে গেল বিহারের এক কোচিং সেন্টারের বাস। সে সময় বাসটিতে ৪৩ জন পড়ুয়া এবং দুই শিক্ষক ছিলেন। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন তাঁদের মধ্যে অনেকেই। রবিবার উত্তরপ্রদেশের কুশিনগর জেলায় ঘটনাটি ঘটেছে।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রবিবার দুপুরে ২৮ নম্বর জাতীয় সড়কের উপর তুর্কপট্টিথানা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আহত হয়েছেন ১১ জন পড়ুয়া। সকলকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পড়ুয়াদের মধ্যে এক জনের পা ভেঙেছে। তবে সকলের অবস্থা আপাতত স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাসটিতে বিহারের সিওয়ান জেলার এক বেসরকারি কোচিং সেন্টারের ৪৩ জন ছাত্র ও শিক্ষক ছিলেন। সকলে মিলে বাসে চেপে কুশিনগরে বুদ্ধের মহাপরিনির্বাণস্থল দর্শনে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুর্ঘটনার বেশ কিছু ক্ষণ আগে থেকেই বাসটির সঙ্গে রেষারেষি চলছিল দ্রুতগতির একটি ট্রাকের। তখনই গতি বৃদ্ধি করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। এর পরেই বাসটি ছিটকে রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে ফাজিলনগর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে আহত পড়ুয়াদের সঙ্গে দেখা করেছেন কুশিনগরের জেলাশাসক বিশাল ভরদ্বাজ। তবে আহতেরা সকলেই আপাতত সুস্থ রয়েছেন। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement