Lift Malfunction in Noida

লিফ্‌টের ‘ব্রেক ফেল’! সজোরে গিয়ে ধাক্কা ছাদে, নয়ডার বহুতল আবাসনে আহত তিন জন

রবিবার রাতে নয়ডার ১৩৭ নম্বর সেক্টরের একটি আবাসনে লিফ্‌টে উঠেছিলেন দুই মধ্যবয়স্ক মহিলা এবং এক প্রৌঢ়। ২৫ তলার আবাসনের চতুর্থ তলায় ওঠার সময়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারায় লিফ্‌ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ১৪:৩১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

লিফ্‌টেরও ‘ব্রেক ফেল’। তার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে বহুতল আবাসনের ছাদে গিয়ে ধাক্কা মারল সেটি। আহত হলেন সেই সময় লিফ্‌টের ভিতরে থাকা তিন জন। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায়।

Advertisement

রবিবার রাতে নয়ডার ১৩৭ নম্বর সেক্টরের একটি আবাসনে লিফ্‌টে উঠেছিলেন দুই মধ্যবয়স্ক মহিলা এবং এক প্রৌঢ়। ২৫ তলার আবাসনের চতুর্থ তলায় ওঠার সময়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারায় লিফ্‌ট। সজোরে গিয়ে ধাক্কা মারে আবাসনটির ছাদে গিয়ে ধাক্কা মারে। পরে লিফ্‌টটি নামিয়ে তিন জনকে উদ্ধার করা হয়।

এই দুর্ঘটনার পরেই সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় আবাসনের আরও তিনটি লিফ্‌ট। বাসিন্দাদের সিঁড়ি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। প্রসঙ্গত, এই আবাসনেই কিছু দিন আগে লিফ্‌ট ছিঁড়ে মারা গিয়েছিলেন এক বৃদ্ধা। তার পরেই এই ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

Advertisement

কী কারণে এই লিফ্‌ট-বিভ্রাট ঘটল, তা জানতে তদন্তের দাবি তুলেছেন আবাসনের বাসিন্দারা। পুলিশের তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত ত্রুটিতেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। উত্তরপ্রদেশের একাধিক আবাসনে লিফ্‌ট বিপর্যয়ের পর গত ফেব্রুয়ারিতে বিশেষ বিল পাশ করায় উত্তরপ্রদেশের বিজেপি সরকার। সেখানে নিয়মিত লিফ্‌ট রক্ষণাবেক্ষণের উপর জোর দিতে বলা হয়। হতাহতদের জন্য ক্ষতিপূরণের বন্দোবস্তও করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement