নির্বাচনের সময়ে বুথের ভিতর মোবাইল নিষিদ্ধ করা বেআইনি নয় বলে জানিয়েছে বম্বে হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
নির্বাচনের সময়ে বুথের ভিতর মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা বেআইনি নয়। সোমবার এ কথা জানিয়েছে বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আগামী বুধবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে, বুথে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। কমিশনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন মুম্বইয়ের এক আইনজীবী। সেই মামলা খারিজ করে হাই কোর্ট জানিয়ে দিয়েছে, কমিশনের সিদ্ধান্তে বেআইনি কিছু নেই।
সাধারণ নাগরিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ডিজিটাল মাধ্যমে সুরক্ষিত রাখার জন্য কেন্দ্রীয় সরকার ‘ডিজিলকার’ অ্যাপ চালু করেছে। বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের চালু করা ওই অ্যাপে অনেকেই নিজেদের সরকারি পরিচয়পত্র সুরক্ষিত রাখেন। মামলাকারীর আবেদন, ভোটারেরা যাতে ‘ডিজিলকার’ অ্যাপ থেকে নিজেদের পরিচয়পত্র দেখাতে পারেন, তার জন্য মোবাইল নিয়ে বুথে প্রবেশ করতে দেওয়া হোক।
সোমবার হাই কোর্টের প্রধান বিচারপতি উপাধ্যায় এবং বিচারপতি অমিত বোরকারের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠেছিল। তাতে হাই কোর্ট জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনা করতে প্রয়োজনীয় পদক্ষেপ করার ক্ষমতা রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের। আদালতের মতে, শুধুমাত্র মোবাইলে বা কোনও ডিজিটাল লকারের মাধ্যমেই পরিচয়পত্র দেখাবেন— এই অধিকার কারও জন্যই প্রযোজ্য নয়। তাই মামলাটি খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের মুখে মহারাষ্ট্রে ডিজিপি বদল সংক্রান্ত বিষয়েও একটি পৃথক জনস্বার্থ মামলা করা হয়েছে বম্বে হাই কোর্টে। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে ওই মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল। তবে দ্রুত শুনানির আবেদন গ্রহণ করেনি আদালত। মামলাকারীকে বিষয়টি নিয়ে রাজনীতি না করার পরামর্শ দিয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।