বেঙ্গালুরুর মেট্রো।
সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই মেট্রো চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করল কর্নাটকের ইয়েদুরাপ্পা সরকার। আগামী ১ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার থেকে বেঙ্গালুরুতে ব্যস্ত সময় ছাড়াও দিনের বাকি সময়ে চলবে মেট্রো। তবে শনিবার এবং রবিবার সাপ্তাহিক কার্ফু জারি থাকায় ওই দু’দিন মেট্রো চলাচল বন্ধই থাকবে। বুধবার জানিয়ে দেওয়া হল সে রাজ্যের সরকারের তরফে।
গত ২১ জুন মেট্রো চলাচল চালু করেছিল কর্নাটক সরকার। সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল ৩টে থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত তা চালু করা হয়েছিল। এ বার কর্নাটক সরকার জানাল, দিনের ব্যস্ত সময়ে ৫ মিনিট অন্তর এবং বাকি সময়ে ১৫ অন্তর মেট্রো চলবে। তবে কোন সময়ে যাত্রী সংখ্যা বেশি থাকছে, তা দেখে পরবর্তী কালে সময়সূচিতেও বদল আনা হতে পারে। টিকিট কেটে মেট্রোয় ওঠার ব্যবস্থা থাকলেও যাত্রীদের নগদহীন লেনদেনের পরামর্শ দিয়েছে সরকার।