ব্যাঙ্ককে বসবাসকারী অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করে শুল্ক দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রতীকী ছবি।
দিল্লি বিমানবন্দরে এক অনাবাসী ভারতীয় যাত্রীর ট্রলি ব্যাগের হাতলের ভিতর থেকে উদ্ধার হল ৬৪ লক্ষ টাকা অর্থমূল্যের বিদেশি ব্যাঙ্কনোট। রবিবার ওই যাত্রীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)।
সংবাদ সংস্থা সূত্রে খবর, তাই এয়ারলাইন্সের উড়ানে ব্যাঙ্ককে যাওয়ার জন্য রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন ওই অনাবাসী যাত্রী। বিমানবন্দরের কর্তব্যরত সিআইএসএফ কর্মীদের দাবি, টার্মিনাল ৩-তে ওই যাত্রীর ব্যাগপত্র পরীক্ষার সময় এক্স-রে স্ক্যানারে ধরা পড়ে, একটি ট্রলি ব্যাগের হাতলের ভিতরে থরে থরে বিদেশি নোট রয়েছে। এর পর ওই হাতলটি খুলে তা থেকে ৬৪,৫০০ ইউরো এবং ৫,০০০ নিউ জ়িল্যান্ডের ডলার পাওয়া যায়। সব মিলিয়ে ভারতীয় মুদ্রায় যার অর্থমূল্য ৬৪ লক্ষ টাকা।
ব্যাঙ্ককে বসবাসকারী ওই অভিযুক্তকে গ্রেফতার করে শুল্ক দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। কী উদ্দেশ্যে এবং কোথায় ওই বিপুল অর্থ নিয়ে যাচ্ছিলেন ওই যাত্রী, তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে বলে বিমানবন্দর সূত্রে খবর।