Cash

জেলকর্তার বাড়ি থেকে উদ্ধার আয়ের চেয়ে ১০০ গুণ বেশি সম্পত্তি! মধ্যপ্রদেশে চাঞ্চল্য

একাধিক অভিযোগ পাওয়ার পর ‘লোকায়ুক্ত স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট’ বিভাগ শনিবার অভিযানে নামে মোরেনা জেলা সংশোধনাগারের সহকারী জেলার হরিওম পরাশরের বিরুদ্ধে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ ১৭:২০
Share:

জেলকর্তার বাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা নগদ। — প্রতীকী ছবি।

মধ্যপ্রদেশের এক জেলকর্তার বাড়িতে তল্লাশি চালিয়ে আয়ের চেয়ে ১০০ গুণ বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া নগদের পরিমাণ সাড়ে ১২ লক্ষ টাকা। এ ছাড়াও আরও অনেক গয়না উদ্ধার হয়েছে।

Advertisement

দুর্নীতি রুখতে লোকাযুক্ত পুলিশের অভিযান। আর সেই অভিযানে নেমে চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের। মধ্যপ্রদেশের গ্বালিয়র এবং মোরেনাক দু’টি বাড়িতে অভিযান চলে। উদ্ধার হয় বিপুল অর্থ এবং সম্পদ। পুলিশের দাবি, যা অর্থ উদ্ধার হয়েছে তা জেলকর্তার আইনি আয়ের ১০০ গুণ!

একাধিক অভিযোগ পাওয়ার পর ‘লোকায়ুক্ত স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট’ বিভাগ শনিবার অভিযানে নামে মোরেনা জেলা সংশোধনাগারের সহকারী জেলার হরিওম পরাশরের বিরুদ্ধে। তাঁর গোয়ালিয়র এবং মোরেনার বাড়িতে তল্লাশি চালানো হয়। দু’জায়গা মিলিয়ে নগদ সাড়ে ১২ লক্ষ টাকা এবং ১২ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না উদ্ধার হয়েছে। এ ছাড়াও বেশ কিছু নথি উদ্ধার করেছে পুলিশ। তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযানে হাজির এক পুলিশকর্তা বলেন, ‘‘যা সম্পত্তি উদ্ধার হয়েছে তা ওই আধিকারিকের আয়ের ১০০ গুণেরও বেশি।’’

Advertisement

এই প্রেক্ষিতেই এ বার সহকারী জেলারের ব্যাঙ্কের লকারও খুঁজে দেখা হবে বলে পুলিশ জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement