মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে লক্ষ করে ছোড়া হলো চেয়ার ও জলের বোতল। উঠল ‘আজাদি’ স্লোগান। বাধ্য হয়ে অনুষ্ঠান বন্ধ করে সরিয়ে নিয়ে যাওয়া হলো মুখ্যমন্ত্রীকে। পরে অনুষ্ঠান ফের শুরু হলেও ফিরে আসেননি মুখ্যমন্ত্রী। মেহবুবার অবশ্য দাবি, কোনও ঝামেলা হয়নি।
মঙ্গলবার শ্রীনগরে বিভিন্ন মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি আসার আগেই আজাদি স্লোগান দিতে শুরু করেন কয়েক জন মহিলা। তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিছু ক্ষণ পরে মঞ্চে আসেন মেহবুবা। ফের স্লোগান দেওয়া শুরু হয়। দর্শকাসন থেকে মহিলারা চিৎকার করতে শুরু করেন, ‘‘আমরা কি শুধু মুখ্যমন্ত্রীর কথা শুনতে এসেছি!’’ শুরু হয় জলের
বোতল আর চেয়ার ছোড়াও। নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভিড় মঞ্চের দিকে এগিয়েআসতেই থামিয়ে দেওয়া হয় অনুষ্ঠান। সরিয়ে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীকে। কিছু ক্ষণ পরে অনুষ্ঠান ফের শুরু হলেও মেহবুবা আর ফেরেননি।
মেহবুবার দাবি, গুজব ছড়িয়েছিল যে ভূমিকম্প হচ্ছে। তাতেই ঠেলাঠেলি শুরু হয়। ভিড়ে এক মহিলা অসুস্থ হয়ে পড়েন। তখন অনুষ্ঠান থামানো হয়। এই দাবি মানেনি বিরোধী পক্ষ। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, ‘‘পুলিশ-প্রশাসন জোর করে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে দর্শক জোগাড় করলে এমন অবস্থাই হয়!’’