Manik Sarkar

মানিক সরকারের উপর হামলার ঘটনায় তদন্ত শুরু, ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী

৪৮ ঘণ্টার মধ্যে তদন্তের রিপোর্টও জমা দিতে বলেছেন তিনি। এই কমিটির নেতৃত্বে রয়েছেন দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার।

Advertisement

সংবাদ সংস্থা

আগরতলা শেষ আপডেট: ১২ মে ২০২১ ০১:৪৩
Share:

মানিক সরকার। -ফাইল চিত্র।

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপর হামলার একদিন পর তদন্ত কমিটি গঠন হল। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নির্দেশেই মঙ্গলবার ওই তদন্ত কমিটি গঠিত হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তের রিপোর্টও জমা দিতে বলেছেন তিনি। এই কমিটির নেতৃত্বে রয়েছেন দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার।

Advertisement

সম্প্রতি দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিবাজারে কয়েক জন সিপিএম নেতা-কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে বিজেপি-র বিরুদ্ধে। সোমবার পরিস্থিতি খতিয়ে দেখতে যান বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং উপনেতা বাদল চৌধুরী। অভিযোগ, তখনই তাঁদের উপরে হামলা চালানো হয়। ডিম, ইট-পাটকেল ও বোতল ছোড়া হয়। পুরো ঘটনায় অভিযোগের তির বিজেপি-র বিরুদ্ধে।যদিও বিজেপি নেতৃত্ব হামলায় তাঁদের কর্মীদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement