সুপ্রিম কোর্ট। —ফাইল চিত্র।
পশ্চিমবঙ্গের ওবিসি শংসাপত্র নিয়ে মামলার সুপ্রিম কোর্টে ৯ ডিসেম্বর শুনানি হবে। কলকাতা হাই কোর্ট ২০১০ সালের পর থেকে রাজ্য সরকারের দেওয়া যাবতীয় ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল। সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল
রাজ্য সরকার।
আজ বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ জানিয়েছে, ৯ ডিসেম্বর এই মামলার বিস্তারিত শুনানি হবে। শুক্রবার রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে বলেন, ৭৭টি অনগ্রসর শ্রেণির শংসাপত্র খারিজ করে দেওয়া হয়েছে। ফলে নিয়োগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। প্রথমে সুপ্রিম কোর্ট শুধু সুরাহা দিতে স্থগিতাদেশ দেওয়ার বিষয়টি বিবেচনা করুক। তার পরে মামলার মূল বিষয়ে শুনানি হোক। ৭৭টি অনগ্রসর শ্রেণির মধ্যে কেন্দ্রীয় তালিকার ওবিসি রয়েছে। কেন্দ্রীয় তালিকা, মণ্ডল কমিশনের সুপারিশ থেকে, প্রতিবেশী রাজ্যের তালিকা থেকে ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছিল। ফলে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে না। চাকরির নিয়োগে সমস্যা হচ্ছে। লোকসভা ভোটের প্রচারের সময়ে নরেন্দ্র মোদী দাবি করেন, হাই কোর্টের ওই রায় ইন্ডিয়া মঞ্চের
গালে থাপ্পড়।