প্রতীকী ছবি।
শিশুদের উপর দেশীয় প্রতিষেধকের ট্রায়াল শুরু করার অনুমতি মিলল। ২ বছর থেকে ১৮ বছর বয়সিদের উপর এই ক্লিনিক্যাল ট্রায়াল চালানো যাবে বলে জানিয়েছে বিশেষজ্ঞদের একটি দল।খুব তাড়াতাড়ি এই ট্রায়াল শুরু হবে। সব কিছু ঠিকঠাক থাকলে ন্যূনতম ২ বছর বয়সি শিশুদেরও কোভ্যাক্সিন প্রতিষেধকের ডোজ দেওয়া যাবে।
এর আগে ১২ বছরের ঊর্ধ্বে কোভ্যাক্সিন দেওয়ার ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেক। তারপর তাদের উদ্দেশ্য ছিল ২ থেকে ১২ বছর বয়সিদের জন্য প্রতিষেধক নিয়ে আসা। এ জন্য বহুদিন ধরেই শিশুদের উপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চেয়ে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলার জেনারেল-এর কাছে আবেদন করেছিল ভারত বায়োটেক।
কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের বিশেষজ্ঞরা এ নিয়ে আজ ভারত বায়োটেকের সঙ্গে বৈঠকে বসেন। তার পরই শিশুদের উপর এই দেশীয় প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেন।