Land Mafia

৯০০ বিঘা বনভূমি মাফিয়াদের কব্জায়! ৬০০ বনকর্মী, ৬০টি বুলডোজ়ার নামিয়ে দখলমুক্ত করা হল মধ্যপ্রদেশে

প্রশাসন সূত্রে খবর, ২০১৬ সালে মধ্যপ্রদেশ সরকার মাফিয়াদের হাত থেকে এই বনভূমি মুক্ত করার চেষ্টা করে। কিন্তু সেই অভিযানে সরকারি কর্মী এবং পুলিশের উপর হামলা চালায় জমি মাফিয়ারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৩:১০
Share:

বুলডোজ়ার নিয়ে জমি দমখলমুক্ত করার কাজ চলছে। ছবি: সংগৃহীত।

জমি মাফিয়াদের বিরুদ্ধে বড় পদক্ষেপ করল মধ্যপ্রদেশ সরকার। প্রশাসন সূত্রে খবর, গুনার চাচৌড়ার কমলপুর এবং দেদলা গ্রামের ৯০০ বিঘা বনভূমি দখল করে নিয়েছিল তারা। অভিযোগ জমা পড়তেই তৎপর হয় রাজ্য প্রশাসন। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্দের উদ্যোগে সেই জমি দখলমুক্ত করার অভিযান চালানো হয়।

Advertisement

সরকারি জমি দখলমুক্ত করার জন্য গুনার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ পেয়ে বুলডোজ়ার এবং কর্মীদের নিয়ে ওই গ্রামে পৌঁছন জেলাশাসক। তার পরই শুরু হয় অভিযান। বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতে জমিতে বেশ কিছু নির্মাণ বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। প্রশাসন সূত্রে খবর, এই অভিযান চালানোর জন্য জেলাশাসক ৬০টি বুলডোজ়ার নিয়ে গিয়েছিলেন জেলাশাসক। সঙ্গে ছিলেন বন দফতরের আধিকারিক-সহ ৬০০ কর্মী।

প্রশাসন সূত্রে খবর, ২০১৬ সালে প্রশাসন এই বনভূমি মাফিয়াদের হাত থেকে মুক্ত করার চেষ্টা করেছিল। কিন্তু সেই সময় অভিযানে যাওয়া সরকারি কর্মী এবং পুলিশের উপর প্রাণঘাতী হামলা চালায় জমি মাফিয়ারা। কিন্তু এ বার পুরো প্রস্তুত হয়েই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। মাফিয়াদের হাত থেকে জমি দখলমুক্ত করে বড় সাফল্য পেল বলেই মনে করছে প্রশাসন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement