Delhi Government Health Scheme

দিল্লিতে ষাটোর্ধ্ব কারও চিকিৎসায় টাকা লাগবে না আর! ভোটের আগে নতুন ঘোষণা কেজরীর

আগামী বছরের গোড়াতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আপ ক্ষমতায় ফিরলে নতুন প্রকল্প ‘সঞ্জীবনী যোজনা’ কার্যকর করা হবে, জানিয়েছেন কেজরীওয়াল। রেজিস্ট্রেশন শুরু হবে কিছু দিনের মধ্যেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৬:৪১
Share:

আম আদমি পার্টির সর্বময় নেতা অরবিন্দ কেজরীওয়াল। —ফাইল চিত্র।

দিল্লিতে ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল। নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘সঞ্জীবনী যোজনা’। এই প্রকল্প অনুযায়ী, দিল্লির যে সমস্ত নাগরিকের বয়স ৬০ কিংবা তার বেশি, হাসপাতালে তাঁরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। দুই থেকে তিন দিনের মধ্যে এই প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন কেজরীওয়াল। আপ নেতা এবং কর্মীরা ঘরে ঘরে গিয়ে রেজিস্ট্রেশন করাবেন। তবে আগামী বিধানসভা নির্বাচনে দিল্লিতে আপ ক্ষমতায় ফিরলেই এই প্রকল্প চালু হবে।

Advertisement

বুধবার দিল্লিতে আপের সদর দফতরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেজরী। সেখান থেকেই বয়স্ক নাগরিকদের জন্য ‘সঞ্জীবনী যোজনা’ ঘোষণা করেন। কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ দিল্লিতে চালু করা হয়নি। কিছু দিন আগেই দিল্লি হাই কোর্ট এ বিষয়ে ক্ষমতাসীন আপ সরকারের সমালোচনা করেছিল। কেন্দ্রের ওই প্রকল্প অনুযায়ী, বিভিন্ন হাসপাতালে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ পান নাগরিকেরা। এই প্রকল্পকে ‘অবাস্তব’ বলে বাতিল করে দিয়েছে আপ সরকার।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ দাবি করেছেন, কেন্দ্রীয় প্রকল্পের তুলনায় আপ সরকারের নতুন প্রকল্পে সুবিধা অনেক বেশি। কারণ, চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকার বেশি অর্থের প্রয়োজন হলে কেন্দ্রের প্রকল্পে তা পাওয়া যাবে না। আপ সরকারের প্রকল্পে চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের কোনও ঊর্ধ্বসীমা রাখা হয়নি। ফলে টাকার জন্য কারও চিকিৎসা আটকে থাকবে না। দিল্লির মন্ত্রী আরও দাবি করেছেন, বিজেপিশাসিত রাজ্যগুলির অন্তত ৫০ শতাংশ রোগী দিল্লির সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। ফলে কেন্দ্রীয় প্রকল্প এ ক্ষেত্রে কাজে লাগে না, দাবি তাঁর।

Advertisement

আগামী বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাতে কোনও জোটে থাকতে চায়নি আপ। দিল্লিতে তারা একাই লড়বে। কিছু দিন আগে কেজরীওয়াল জানিয়েছিলেন, পাঁচ বছর আগের ভোটে দেওয়া তিনটি প্রতিশ্রুতি তিনি এখনও পূরণ করতে পারেননি। যমুনা দূষণ, জলসমস্যা এবং রাস্তার পরিকাঠামোগত উন্নয়নকে চিহ্নিত করেছেন তিনি। এ বার ভোটের মুখে নতুন প্রকল্প ঘোষণা করলেন কেজরী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement