সাত দিনের অন্তর্বর্তী জামিন পেলেন জেএনইউ-এর প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ। —ফাইল চিত্র।
দিল্লিতে ২০২০ সালের হিংসার ঘটনায় অভিযুক্ত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদকে অন্তর্বর্তী জামিন দিল আদালত। সাত দিনের জন্য জামিনে মুক্তি পাবেন উমর। দিল্লির আদালত জানিয়েছে, ২৮ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত তাঁর জামিন কার্যকর হবে। তার পর আবার জেলে গিয়ে আত্মসমর্পণ করতে হবে জেএনইউয়ের প্রাক্তন গবেষককে।
পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জামিন পেয়েছেন উমর। ১০ দিনের জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু দিল্লির আদালত শর্তসাপেক্ষে তাঁকে সাত দিনের জন্য জেলের বাইরে থাকার অনুমতি দিয়েছে।
২০২০ সালে দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভ চলাকালীন হিংসার ঘটনা ঘটে, যাতে ৫৩ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৭০০-র বেশি। ওই ঘটনায় উমরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) মামলা করেছিল দিল্লি পুলিশ। সেই থেকে তিনি জেলে আছেন। ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর উমরকে গ্রেফতার করা হয়েছিল। দিল্লি পুলিশ দাবি করেছিল, হিংসার ঘটনায় ‘অন্যতম মূল ষড়যন্ত্রকারী’ উমর। ‘উস্কানিমূলক’ বক্তৃতা করার অভিযোগে জেএনইউয়ের প্রাক্তন এই গবেষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়।
দিল্লি হাই কোর্টে জামিনের আবেদন করেছিলেন উমর। সেখানে আর্জি খারিজ হলে তিনি সুপ্রিম কোর্টে যান। উমরের মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র। পরে উমর নিজেই শীর্ষ আদালত থেকে জামিনের আর্জি প্রত্যাহার করে দিল্লির করকরডুমা আদালতের দ্বারস্থ হন। সেখানেও একাধিক বার তাঁর জামিনের আর্জি খারিজ হয়েছে। ২০২২ সালের ডিসেম্বর মাসেও এক বার অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন উমর। সে বারও সাত দিনের জন্য মুক্ত হয়েছিলেন তিনি। পরে আবার তাঁকে আত্মসমর্পণ করতে হয়েছিল। পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আবার সাময়িক মুক্তি পেলেন তিনি।