Menstrual Leave

ঋতুচক্রের সময় এক দিন করে ছুটি পাবেন মহিলা কর্মীরা, ঘোষণা করল অরুণাচল প্রদেশ পুলিশ

ঋতুচক্রের প্রথম বা দ্বিতীয় দিনে ছুটি নিতে পারবেন মহিলা পুলিশ কর্মীরা। নতুন নীতি মেনে সেই ছুটি সবেতন হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৬:১৩
Share:

মহিলা পুলিশকর্মীদের প্রতি মাসে এক দিন করে ঋতুকালীন ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছে অরুণাচল প্রদেশের ইটানগর ক্যাপিটাল রিজিয়ন পুলিশ। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

মহিলাকর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা করল অরুণাচল প্রদেশের ইটানগর ক্যাপিটাল রিজিয়ন পুলিশ। তাদের ঘোষণা, এ বার থেকে মহিলা পুলিশকর্মীরা প্রতি মাসে এক দিন করে ঋতুকালীন ছুটি পাবেন।

Advertisement

বুধবার একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এসপি (ক্যাপিটাল) রোহিত রাজবীর সিংহ। তাতে জানানো হয়েছে, ঋতুচক্রের প্রথম বা দ্বিতীয় দিনে ছুটি নিতে পারবেন মহিলা পুলিশ কর্মীরা। নতুন নীতি মেনে সেই ছুটি সবেতন হবে। অর্থাৎ, যে দিন কোনও মহিলা ঋতুচক্রের জন্য ছুটি নেবেন, সে দিন তাঁদের ‘অন ডিউটি’ দেখানো হবে। তবে এই বিশেষ কারণে মাসে এক দিনের বেশি ছুটি নেওয়া যাবে না। জানানো হয়েছে, মহিলাদের স্বাস্থ্যের কথা ভেবেই তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। তাঁদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিতেই এই পদক্ষেপ করা হয়েছে। পুলিশ প্রশাসনের আশা, এর ফলে মহিলা কর্মীরা কাজে আরও সক্রিয় হয়ে উঠবেন। মন থেকেও চাঙ্গা হবেন।

গত অক্টোবরে ওড়িশা সরকার রাজ্যের সরকারি এবং বেসরকারি মহিলা কর্মীদের জন্য মাসে এক দিন করে ঋতুকালীন ছুটি ঘোষণা করেছে। সেই ছুটিও ছিল সবেতন। পরের মাস, অর্থাৎ নভেম্বর থেকে সেই নির্দেশ কার্যকর হয়েছে। যদিও গত জুলাই মাসে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছিল, কাজের জায়গায় ঋতুকালীন সবেতন ছুটি বাধ্যতামূলক করা হলে তা মহিলাদের বিরুদ্ধেই যেতে পারে। কর্মক্ষেত্রে তাঁদের পিছিয়েও পড়তে হতে পারে। এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement