Elope

Andhra Pradesh: পনেরোর কিশোরের প্রেমে পাগল দুই সন্তানের মা, পালালেন প্রেমিকের সঙ্গে

দুই সন্তানের মা ওই মহিলা শ্বশুরবাড়ির এলাকার একটি ১৫ বছরের ছেলের সঙ্গে সম্পর্কে জড়ান। বাড়িতে তা জানাজানি হওয়ার পর অশান্তি হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৫:৫৮
Share:

মহিলার বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের হয়েছে। প্রতীকী চিত্র।

১৫ বছরের কিশোরের প্রেমে পড়ে তার সঙ্গে বাড়ি ছেড়ে পালালেন ৩০ বছরের যুবতী। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার ঘটনা।

Advertisement

দুই সন্তানের মা ওই মহিলা শ্বশুরবাড়ি এলাকার একটি ১৫ বছরের ছেলের সঙ্গে সম্পর্কে জড়ান। এ নিয়ে বাড়িতে জানাজানি হতেই অশান্তি শুরু হয়। এর পরই অষ্টম শ্রেণির ওই পড়ুয়ার সঙ্গে বাড়ি ছেড়ে পালান দুই সন্তানের মা। পুলিশ জানিয়েছে, গত ১৯ জুলাই থেকে ওই পড়ুয়া নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই একই দিনে ৩০ বছরের মহিলাও নিখোঁজ হন।

এর পর উঠে আসে দুই অসমবয়সির প্রেমের খবর। পুলিশ জানতে পারে, দিন কয়েক আগে ওই মহিলার সঙ্গেই কিশোরকে হায়দরাবাদের বলানগরে দেখা গিয়েছিল। তাঁদের খোঁজ শুরু করেছে পুলিশ। ছেলেটির বাবার অভিযোগের ভিত্তিতে ওই মহিলার বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement