VisvaBharati University

Visva-Bharati University: বিশ্বভারতী থেকে ‘চুরি’ গেল স্নাতকোত্তর, এমএড এবং বিএডের মার্কশিট!

এই প্রথম বার নয়। এর আগে সঙ্গীত ভবনের পড়ুয়াদের প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৫:৩৭
Share:

বিশ্বভারতীতে আবার চুরি! ফাইল চিত্র।

আবারও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চুরির ঘটনা! এ বার পড়ুয়াদের মার্কশিট চুরি হয়ে গেল দুই দফতর থেকে। এই ঘটনায় প্রশ্নের মুখে কর্তৃপক্ষের ভূমিকা।

Advertisement

সূত্রের খবর, বিশ্বভারতীর বিনয় ভবনের এমএ, এমএড, বিএড-এর মার্কশিট চুরি হয়ে গিয়েছে। ছাত্রছাত্রীদের মার্কশিট বিতরণ প্রক্রিয়া শুরুর মধ্যেই মার্কশিট উধাও হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

উল্লেখ্য, এর আগে বিশ্বভারতীতে এমন ঘটনা ঘটেছে। সঙ্গীত ভবনের প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, সংশ্লিষ্ট ভবনের তরফে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। যদিও এ পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়েরের খবর পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন উঠছে, বিশ্বভারতীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কী ভাবে বার বার এই রকম ঘটনা ঘটে। এ নিয়ে কর্তৃপক্ষ প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

Advertisement
আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement