ফাইল ছবি
নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এয়ার ভিস্তারাকে ১০ লক্ষ টাকা জরিমানা করল বিমান চলাচল নিয়ামক সংস্থা (ডিজিসিএ)। সঠিক প্রশিক্ষণ না নেওয়া চালককে দিয়ে মধ্যপ্রদেশের ইনদওরের বিমানবন্দরে একটি বিমান অবতরণের জন্য এই জরিমানা করেছে নিয়ামক সংস্থাটি।
বিমান সংস্থার এক আধিকারিক বলেন, ‘‘ডিজিসিএ জানিয়েছে, বিমান অবতরণের দায়িত্বে থাকা ফার্স্ট অফিসারের যথাযথ প্রশিক্ষণ ছিল না। তা সত্ত্বেও তিনি যাত্রী-সহ বিমানটিকে ইনদওর বিমানবন্দরে অবতরণ করান। কী করে বিমানসংস্থাটি তাঁকে বিমানটি অবতরণ করানোর অনুমতি দিল। যাত্রীদের জীবন নিয়ে ছেলেখেলা করা হয়েছে।’’
ডিজিসিএ-এর অভিযোগ, যাত্রী নিরপত্তার সঙ্গে আপস করে এয়ার ভিস্তারা উড়ান পরিষেবার নিয়ম ভঙ্গ করেছে। সে কারণেই ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বিমান সংস্থাটিকে।
প্রসঙ্গত, বিমানটিতে ২০০ জন যাত্রী ছিলেন। এ ছাড়া চারজন বিমানসেবিকা ছিলেন। নিয়ম অনুযায়ী বিমানের উড়ান শুরু এবং অবতরণের দায়িত্ব থাকে ফার্স্ট অফিসারের কাঁধে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।