Manish Sisodia

Manish Sisodia: এ বার গ্রেফতার করা হতে পার মণীশ সিসৌদিয়াকে! মোদীকে কটাক্ষ করে দাবি কেজরীর

অর্থপাচারের অভিযোগে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্রকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার পরই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুন ২০২২ ১৩:০৯
Share:

মুখ্যমন্ত্রী মণীশকে ‘ভারতের শিক্ষা বিপ্লবের প্রতিষ্ঠাতা’ উল্লেখ করেন কেজরী। ফাইল ছবি

এ বার ‘ভুয়ো মামলায়’ গ্রেফতার করা হতে পারে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াকে, মন্ত্রী সতেন্দ্র জৈনকে গ্রেফতারির পর এ বার এমনই মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

Advertisement

সম্প্রতি হাওয়ালার মাধ্যমে অর্থপাচারের অভিযোগে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্রকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কেজরীবাল বলেন, ‘‘সত্যেন্দ্র পর এ বার ভুয়ো মামলায় মণীশ সিসৌদিয়াকে গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্র ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে গোয়েন্দা সংস্থাকে ভুয়ো মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে। এক সূত্র এই বক্তব্যকে নিশ্চিত করেছে।’’

মুখ্যমন্ত্রী মণীশকে ‘ভারতের শিক্ষা বিপ্লবের প্রতিষ্ঠাতা’ উল্লেখ করে বলেন, ‘‘১৮ লক্ষ পড়ুয়াকে জিজ্ঞাসা করতে চাই মণীশ কি দুর্নীতিগ্রস্ত? একই প্রশ্ন তাঁদের বাবা-মাকেও জিজ্ঞাসা করতে চাই।’’

Advertisement

প্রসঙ্গত, দিল্লির শিক্ষা নিয়ে একাধিক উদ্যোগ রয়েছে উপমুখ্যমন্ত্রীর। সম্প্রতি উচ্চশিক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার জন্য ব্রিটেনেও গিয়েছেন।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ‘সক্রিয়’ হওয়ার পিছনে তিনি মোদী সরকারের রাজনৈতিক উদ্দেশ্যই দেখছেন। সামনে হিমাচলে নির্বাচন, তা ছাড়া পঞ্জাব নির্বাচনে হারের বদলা নিতেই কেন্দ্রের শাসকদল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে মামলা করতে বলছে।

তবে কেজরী জানান, এ সব নিয়ে তিনি চিন্তিত নন। তাঁর কথায়, ‘‘সব মন্ত্রীর বিরুদ্ধে মামলা করুন। তদন্ত শুরু করুন। যত মন্ত্রীদের আটকাবেন ততই উন্নয়নের কাজ গতিরুদ্ধ হবে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement