Farmers’ Protest

আন্দোলন চলাকালীন আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে মৃত্যু পঞ্জাবের কৃষকের

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম নরিন্দর পাল। কৃষক নেতাদের দাবি, ‘‘অবিলম্বে মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৭
Share:

শম্ভু সীমানায় কৃষক বিক্ষোভ। — ফাইল চিত্র।

পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শনের সময় মৃত্যু হল আন্দোলনকারী এক কৃষকের। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বিক্ষোভরত অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন ওই কৃষক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম নরিন্দর পাল। তিনি পাতিয়ালা জেলার বাথোই কালান গ্রামের বাসিন্দা। রবিবার অমরিন্দর সিংহের বাড়ি সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল বিকেইউ একতা উগ্রাহন নামক এক কৃষক সংগঠন। সেই কর্মসূচিতেই অংশ নিয়েছিলেন নরিন্দর। প্রত্যক্ষদর্শীদের কথায়, ‘‘বিক্ষোভ চলাকালীন আচমকাই বুকে ব্যথা অনুভাব করেন নরিন্দর। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।’’

কৃষক নেতাদের দাবি, ‘‘অবিলম্বে মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। মৃত কৃষকের মাথায় ১০ লক্ষ টাকার দেনা ছিল। নরিন্দরের মৃত্যুতে তাঁর পরিবারের উপর সেই দেনার টাকা শোধের দায় পড়বে। সেটা মেনে নেওয়া যাবে না। সরকারকেই সেই ব্যবস্থা করতে হবে।’’

Advertisement

কেন্দ্রের কাছে নিজেদের দাবিদাওয়ার কথা পৌঁছে দিতে গত মঙ্গলবার থেকে ‘দিল্লি চলো’ কর্মসূচি শুরু করেছেন কৃষকরা। উত্তরপ্রদেশ, পঞ্জাব এবং হরিয়ানা— মূলত এই তিন রাজ্যের কৃষকেরাই এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিক্ষোভে যোগ দিয়েছে ছোট-বড় মিলিয়ে প্রায় সাড়ে তিনশোটি কৃষক সংগঠন। কৃষকদের দাবি, ফসলের ন্যায্য সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা দিতে হবে সরকারকে। একই সঙ্গে সমস্ত কৃষিঋণ মকুব করতে হবে।

পঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানায় গত এক সপ্তাহ ধরে আন্দোলন চালাচ্ছেন কৃষকেরা। এই আন্দোলন চলাকালীনই শুক্রবার সকালে মৃত্যু হয় জ্ঞান সিংহ নামে এক কৃষকের। পঞ্জাবের গুরদাসপুরের বাসিন্দা ছিলেন জ্ঞান। বুধবার তিনি শম্ভু সীমানায় কৃষক আন্দোলনে যোগ দিয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement