Child falls to death from 8th-floor

ঘুমে কাদা মা-বাবা, নয়ডায় খেলতে খেলতে ন’তলার বারান্দা থেকে নীচে পড়ে মৃত্যু পাঁচ বছরের শিশুর

শুক্রবার খুব সকালে ঘুম ভাঙে শিশুর। কিন্তু তখনও তার মা-বাবা ঘুমোচ্ছেন। শিশুটি ঘরে খেলতে খেলতেই বারান্দায় যায়। সেখানে গ্রিলের ফাঁক গলে নীচে পড়ে যায় সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়ডা শেষ আপডেট: ১৬ জুন ২০২৩ ১৬:৩৫
Share:

এই ধরনেরই একটি বহুতলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছে পাঁচ বছরের শিশুটির। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

ন’তলার ব্যালকনি থেকে নীচে পড়ে মৃত্যু হল এক পাঁচ বছরের শিশুর। যে সময় এই ঘটনা ঘটে তখন ঘরে ঘুমোচ্ছেন শিশুর মা-বাবা। ঘটনাটি ঘটেছে নয়ডার হাইড পার্ক সোসাইটি নামের আবাসনে।

Advertisement

শুক্রবার সকাল পৌনে ছ’টা। বেডরুমে মা-বাবা তখনও ঘুমোচ্ছেন। কিন্তু তাঁদের পাঁচ বছরের ছেলের ঘুম ভেঙেছে। আর ঘুম ভাঙতেই ঘরময় ঘুরে ঘুরে খেলে বেড়াচ্ছে সে। সেই সময় শিশুর নজর যায় ব্যালকনির দিকে। সেখানে গ্রিলের উপর থরে থরে সাজানো বাহারি গাছের টব। শিশুসুলভ ঔৎসুক্যে সে এগিয়ে যায় বারান্দার গাছগুলির দিকে। তা করতে গিয়েই গ্রিলের ফাঁক গলে নীচে পড়ে যায় শিশুটি। তখনও ঘরে ঘুমে কাদা মা-বাবা।

আশপাশের চিৎকার-চেঁচামেচিতে ঘুম ভাঙে মা-বাবার। তাঁরা দ্রুত শিশুকে নিয়ে সেক্টর ৭১-এর বেসরকারি হাসপাতালে নিয়ে যায়ন। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

Advertisement

নয়ডার হাইড পার্ক সোসাইটি পড়ে সেক্টর ৭৮-এ। যা সেক্টর ১১৩ থানার অধীনে। ঘটনার খবর পেয়ে চলে আসে পুলিশ। পুলিশের এক মুখপাত্র বলেন, ‘‘পরিবারের সদস্যেরা আমাদের জানিয়েছেন, কখনও কখনও শিশুটির ঘুম আগে ভেঙে যেত। তখন সে ঘরময় ঘুরে বেড়াত। আজও (শুক্রবার) তেমনই হয়েছিল। ব্যালকনিতে রাখা বাহারি গাছ দেখতে যেতেই গ্রিলের ফাঁক গলে নীচে পড়ে যায় সে।’’ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement