—প্রতীকী ছবি।
ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার রাত ৯টা ৩৪ মিনিটে কম্পন অনুভূত হয় চম্বা শহরে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতার মাত্রা ৫.৩। ভূমিকম্পের কেন্দ্রস্থল ১০ কিলোমিটার গভীরে।
স্থানীয় সূত্রে খবর, গোটা চম্বা শহর জুড়েই কম্পন অনুভূত হয়েছে। চম্বা থেকে অন্তত ১০০ কিলোমিটার দূরে মানালিতেও অনুভূত হয়েছে তীব্র কম্পন। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি। মানালির স্থানীয় বাসিন্দা দিব্যাংশু বলেন, ‘‘তীব্র কম্পন অনুভব করেছি। অন্তত সাত সেকেন্ড মতো তো ছিলই।’’ শুধু হিমাচলই নয়, উত্তর ভারতের চণ্ডীগড়, পঞ্জাব, হরিয়ানাতেও কম্পন অনুভূত হয়েছে। চণ্ডীগড়ের বাসিন্দা সঞ্জয় কুমার সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘দু’সেকেন্ড মতো কম্পন অনুভব করেছি। এই মুহূর্তে বাড়ি থেকে নীচে নামব ভাবছি, তখন কম্পন বন্ধ হয়ে গেল!’’
প্রসঙ্গত, ১৯০৫ সালে এই দিনেই ভয়াবহ ভূমিকম্প হয়েছিল হিমাচলে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৮।