Accident

শিবের মাথায় জল ঢালতে গিয়ে বিপত্তি, দিল্লিতে গাড়ির ধাক্কায় মৃত্যু চার তীর্থযাত্রীর, আহত ১৫ জন

২০ থেকে ২৩ জন তীর্থযাত্রীকে নিয়ে দিল্লির রাজপথ দিয়ে যাচ্ছিল একটি ট্রাক। আচমকাই তা দুর্ঘটনার কবলে পড়ে। তাতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৩ ০৯:৪৭
Share:

দুর্ঘটনার পর তীর্থযাত্রীবোঝাই ট্রাক। ছবি: সংগৃহীত।

শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে বিপত্তি। দিল্লিতে দুর্ঘটনায় মৃত্যু হল চার তীর্থযাত্রীর। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। জানা গিয়েছে, তীর্থযাত্রীবোঝাই একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

Advertisement

দুর্ঘটনায় পড়ল তীর্থযাত্রীবোঝাই ট্রাক। দিল্লির এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন। প্রশাসনের তরফে এক আধিকারিক জানিয়েছেন, ২০ থেকে ২৩ জন তীর্থযাত্রী একটি ট্রাকে চেপে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন। সেই সময় ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। তাতে চার জনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ১৫ জন। দুর্ঘটনাগ্রস্তরা কোথা থেকে আসছিলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই আহতদের উদ্ধার করে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। দু’জন আহতকে ভর্তি করা হয় রাজধানীর পশ্চিম বিহারের বালাজি অ্যাকশন সেন্টারে। অন্যদের পাঠানো হয় নারেলার সত্যবাদী রাজা হরিশচন্দ্র হাসপাতালে।

কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ট্রাকের যান্ত্রিক ত্রুটি, না কি চালক ঘুমিয়ে পড়েছিলেন, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement