mumbai

Mumbai: মুম্বইয়ের উপকূলে নৌসেনার যুদ্ধজাহাজে বিস্ফোরণ, নিহত অন্তত তিন, তদন্তের নির্দেশ

নৌসেনার এইএনএস রণবীর নামে ওই যুদ্ধজাহাজের ভেতরে কোনও প্রকোষ্ঠে ওই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক খবরে জানা গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ২২:০০
Share:

বিস্ফোরণ কমপক্ষে তিন সেনা নিহত। ফাইল চিত্র ।

ভারতীয় নৌসেনার একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণে তিন সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১১ জন। মুম্বইয়ের অদূরে নৌসেনার ডকে এই বিস্ফোরণ ঘটেছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।

Advertisement

নৌসেনার এইএনএস রণবীর নামে ওই যুদ্ধজাহাজের ভেতরে কোনও প্রকোষ্ঠে ওই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক খবরে জানা গিয়েছে। ওই বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই জাহাজের অন্য সেনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আহতদের প্রথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে জাহাজটির খুব ক্ষয়ক্ষতি হয়নি।

নৌসেনা সূত্রে খবর, ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জাাহাজটির উপকূলে ফেরার কথা ছিল শীঘ্রই।

Advertisement

ওই বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই জাহাজের অন্য সেনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আহতদের প্রথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে জাহাজটির খুব ক্ষয়ক্ষতি হয়নি।

নৌসেনা সূত্রে খবর, ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জাাহাজটির উপকূলে ফেরার কথা ছিল শীঘ্রই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement