প্রতীকী ছবি।
ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ফের চিঠি দিয়ে সতর্ক করল নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব আরতি আহুজা চিঠি দিয়ে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে সংক্রমণ পরিস্থিতির উপর কড়া নজর রাখার পরামর্শ দিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ’ (আইসিএমআর)-এর নির্দেশিকা মেনে করোনা পরীক্ষার সংখ্যা বাড়িয়ে ‘হটস্পট’ এলাকা চিহ্নিত করতে হবে। কনট্যাক্ট ট্রেসিং, প্রয়োজনে করোনা আক্রান্তদের নিভৃতবাসের যথাযথ ব্যবস্থা করতে হবে। কোথাও সংক্রমণের বাড়বাড়ন্ত (ক্লাস্টার) চিহ্নিত হলে নজরদারি বাড়াতে হবে সেখানেও। প্রয়োজনে ‘গণ্ডিবদ্ধ এলাকা’ তৈরির পথে হাঁটতে হবে।
সম্প্রতি কয়েকটি রাজ্যে করোনা পরীক্ষার সংখ্যা কমার পরিসংখ্যান মেলায় উদ্বেগও প্রকাশ করেছে কেন্দ্র। কোভিড-১৯ রোগীদের প্রাণহানির ঘটনা নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার কথাও বলা হয়েছে চিঠিতে। বিশেষত, পরিস্থিতির মোকাবিলায় পর্যাপ্ত বেড, অক্সিজেন ও অন্যান্য সংশ্লিষ্ট স্বাস্থ্য পরিষেবা মজুত রাখার কথা বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব।