এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
তরুণীকে গুলি করে নিজেই আত্মঘাতী হলেন যুবক। শনিবার উত্তরপ্রদেশের সম্ভল জেলার আসমোলিতে ঘটনাটি ঘটেছে। ঘটনার জেরে গুরুতর জখম হয়েছেন কলেজপড়ুয়া ওই তরুণী। তিনি আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম গৌরব (২৫)। তিনি আমরোহার বাসিন্দা। জখম ছাত্রী এলাকারই এক কলেজের বিএসসি প্রথম বর্ষের পড়ুয়া। গৌরবের সঙ্গে ওই ছাত্রীর আগে থেকেই পরিচয় ছিল। শনিবার তরুণীকে দেখা করার জন্য ডাকেন গৌরব। ছাত্রী নির্দিষ্ট স্থানে পৌঁছতেই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি চালান। শুধু তা-ই নয়, এর পর নিজেই নিজেকে গুলি করেন।
আহত তরুণীর মা জানিয়েছেন, শনিবার দুপুর ১টার মধ্যে বাড়ি ফেরার কথা ছিল তাঁর মেয়ের। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও বাড়ি ফেরেননি তরুণী। এর পরেই মা খবর পান, তাঁর মেয়েকে গুলি করা হয়েছে। খবর পেয়েই তড়িঘড়ি হাসপাতালে ছুটে গিয়েছেন তাঁরা।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গুলি ওই তরুণীকে ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও তিনি সেখানেই চিকিৎসাধীন। পুলিশের সুপার কৃষ্ণকুমার বিশ্নোই বলেছেন, ‘‘কেন ওই যুবক তরুণীকে লক্ষ্য করে গুলি চালালেন, তা এখনও জানা যায়নি। ঘটনায় তদন্ত চলছে।’’ ঘটনাস্থল থেকে একটি পিস্তল এবং দু’টি কার্তুজ উদ্ধার হয়েছে। প্রমাণ সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল। ওই যুবক আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেলেন, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।