এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
হোটেলের ঘর থেকে উদ্ধার হল মহিলার দেহ। পাশে বিষের দু’টি খালি শিশি! শনিবার চেতলায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার চেতলার রাজা সন্তোষ রোডের একটি হোটেলে মহিলার দেহ উদ্ধার হয়। মৃতার নাম সুমনা পাড়ুয়া (৩৮)। স্বামীর নাম রামকৃষ্ণ পাড়ুয়া। কসবার বাসিন্দা সুমনা একটি ব্যাঙ্কে কাজ করতেন। হোটেলের কর্মীরা জানাচ্ছেন, শুক্রবার রাতে একাই চেতলার ওই হোটেলে গিয়ে ওঠেন তিনি। তার পর থেকে শনিবার সকাল পর্যন্ত এক বারের জন্যও নীচে নামতে দেখা যায়নি সুমনাকে। ঘরের দরজাও ভিতর থেকে বন্ধ ছিল।
চেক-আউট করার সময় হয়ে যাচ্ছে দেখে সকালে হোটেলকর্মীরা তাঁকে ডাকতে যান। কিন্তু অনেক ক্ষণ ডাকাডাকির পরেও ভিতর থেকে কোনও সাড়া মেলেনি। তখনই সন্দেহ হয় হোটেলকর্মীদের। তাঁরাই স্থানীয় থানায় খবর দেন। পুলিশ এসে দরজা খুলে মহিলার অচৈতন্য দেহ উদ্ধার করে। পাশেই পড়ে ছিল বিষের দু’টি খালি শিশি। তড়িঘড়ি মহিলাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে ‘মৃত’ বলে ঘোষণা করেন।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ওই মহিলা। তবে হোটেলের ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। মৃতার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর নেপথ্যে কী কারণ রয়েছে, জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বিষক্রিয়ার কারণেই মহিলার মৃত্যু হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।