Haryana Incident

পুলিশের জেরা চলাকালীন হোটেলের বারান্দা থেকে ঝাঁপ! তদন্তকারীদের সামনেই মৃত্যু অভিযুক্তের

হরিয়ানার গুরুগ্রামের একটি হোটেলে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছিল মধ্যপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। তার পরেই বারান্দা থেকে ঝাঁপ দেন যুবক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ২০:৪৩
Share:

গুরুগ্রামের হোটেলের বারান্দা থেকে পুলিশের চোখের সামনে ঝাঁপ অভিযুক্তের। —প্রতীকী চিত্র।

পুলিশের জেরা চলাকালীন হোটেলের বারান্দা থেকে ঝাঁপ দিলেন অভিযুক্ত। তাঁকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু থানায় নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হল যুবকের। তদন্তকারী আধিকারিকদের দাবি, পালাতে গিয়েই বারান্দা থেকে পড়ে গিয়েছেন তিনি।

Advertisement

হরিয়ানার গুরুগ্রামের সোহ্‌না বাস স্ট্যান্ড এলাকার ঘটনা। সেখানকার একটি হোটেলে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছিল মধ্যপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। তাঁর সঙ্গে আরও তিন জন সন্দেহভাজন ছিলেন। জঙ্গিদের আর্থিক সাহায্য করার অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদের পর তিন জনকেই গ্রেফতার করা হয়। এটিএস জানিয়েছে, সেই সময়ে অভিযুক্ত শৌচাগারে যাওয়ার অনুমতি চান। অনুমতি দেওয়া হলে শৌচাগারের দিকে না গিয়ে বারান্দার দিকে দৌড়তে শুরু করেন তিনি। তার পর চার তলার সেই বারান্দা থেকে নীচে ঝাঁপ দেন। উপস্থিত পুলিশ আধিকারিকেরা তাঁকে আটকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তার আগেই বারান্দার রেলিং টপকে গিয়েছিলেন যুবক।

হোটেলের বারান্দা থেকে পড়ে বন্দির মৃত্যুকে ঘিরে হরিয়ানা এবং মধ্যপ্রদেশ পুলিশের তরজা শুরু হয়েছে। হরিয়ানা পুলিশ জানিয়েছে, জঙ্গিদের আর্থিক সাহায্য মামলায় যে গুরুগ্রামের হোটেলে তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হবে, এই সংক্রান্ত কোনও তথ্য তাদের কাছে ছিল না। মধ্যপ্রদেশ পুলিশের এটিএস তাদের সঙ্গে যোগাযোগ করেনি বলে অভিযোগ। সোহ্‌নার এসিপি জানিয়েছেন, এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত হবে। কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, তা খতিয়ে দেখা হবে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম হিমাংশু কুমার (২৩)। তিনি বিহারের বাসিন্দা। গুরুগ্রামের হোটেলে উঠেছিলেন। সেখানেই এটিএসের আধিকারিকেরা তাঁকে আটকান। যুবক হোটেলের বারান্দা থেকে ঝাঁপ দিয়েছিলেন, না দড়ি বেয়ে নামতে গিয়ে পড়ে যান, তা খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement