Crime

ভিন‌্জাতের ছেলের সঙ্গে প্রেম, বোনকে কুপিয়ে খুন করে থানায় গিয়ে ধরা দিলেন যুবক!

উত্তরপ্রদেশের গোন্ডা জেলার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। খুনের মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২২ ২১:১৭
Share:

অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রতীকী ছবি।

ভিন্‌‌জাতের পড়শি যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল বোনের। তা মেনে নিতে পারেননি যুবক। রাগের বশে ধারালো অস্ত্র দিয়ে বোনকে কুপিয়ে খুন করলেন যুবক। খুনের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন অভিযুক্ত। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোন্ডা জেলায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম কালিম। বৃহস্পতিবার কাতরা বাজার থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই যুবক। সংবাদ সংস্থা সূত্রে খবর, তাঁর ১৬ বছর বয়সি বোনের সঙ্গে পাড়ারই এক যুবকের সম্পর্ক ছিল। ওই যুবক ভিন্‌‌জাতের হওয়ায় তাঁর সঙ্গে মেলামেশা করতে বারণ করেন কালিম। কিন্তু দাদার কথা শোনেনি বোন। তিন মাস আগে, ওই যুবকের সঙ্গে বোনকে হাতেনাতে ধরে ফেলেন কালিম। সে সময়ই বোনকে সাবধান করেছিলেন।

Advertisement

গোন্ডার পুলিশ আধিকারিক মুন্না উপাধ্যায় জানিয়েছেন, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কালিমকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। খুনের মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে। খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement