বিজেপি সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন শতাধিক প্রাক্তন আমলার। — ফাইল ছবি।
কর্নাটকে বিদ্বেষমূলক ভাষণের কারণে বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুরকে তুলোধোনা করলেন দেশের শতাধিক অবসরপ্রাপ্ত আমলা। লোকসভার স্পিকারের কাছে বিজেপি সাংসদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন করে চিঠিও দিয়েছেন তাঁরা। সংসদের এথিক্স কমিটির কাছেও ব্যবস্থার সুপারিশ।
গত বড়দিনে কর্নাটকের শিবমোগায় বিজেপির ভোপালের সাংসদ প্রজ্ঞা সিংহ বলেন, ‘‘ওদের জেহাদের পরস্পরা আছে। যদি জেহাদ না করতে পারো, তা হলে লভ জেহাদ কর।’’ তার পরেই তাঁকে বলতে শোনা যায়, ‘‘বাড়িতে বাড়িতে অস্ত্র রাখুন। যদি কিছুই না পান, তরকারি কাটার ছুরি রাখুন। চোখা। কী জানি কী পরিস্থিতি হয়। সবারই নিজেকে বাঁচানোর অধিকার আছে।’’
প্রাক্তন আমলারা সমবেত ভাবে চিঠিতে লিখেছেন, ‘‘অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে বেছে বেছে শব্দ নির্বাচন করা হয়েছে। যাতে ফৌজদারি অপরাধ হিসাবে তা গণ্য না করা হয়।’’ দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নজিব জঙ্গ, প্রাক্তন বিদেশ সচিব শিবশঙ্কর মেনন, প্রাক্তন আইপিএস এ এস দুলত, জুলিয়ো রিবেরো-সহ ১০৩ জন প্রাক্তন আমলা চিঠিতে আরও লিখেছেন, ‘‘বিস্ফোরক ভাষণ দিয়ে প্রজ্ঞা ঠাকুর শুধু যে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা লঙ্ঘন করেছেন, তাই নয়, তিনি সংবিধানের শপথ নিয়ে যে আইনসভার সদস্য হয়েছেন, সেই শপথও ভঙ্গ হয়েছে।’’ তাঁরা লিখেছেন, ‘‘ছাপার অক্ষরে, ছবিতে, সমাজমাধ্যমে নিত্য বিষ উগরে দেওয়া চলছে। প্রতি বারই তা হচ্ছে কোনও অহিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে। বেশির ভাগ ক্ষেত্রেই তা হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে। ইদানীং খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধেও একই প্রবণতার বহিঃপ্রকাশ শুরু হয়েছে।’’
চিঠিতে লোকসভার সদস্য এই বিজেপি নেত্রীর বিরুদ্ধে স্পিকারের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদনের পাশাপাশি বিষয়টিকে ‘এথিক্স কমিটি’র কাছেও পাঠানোর দাবি জানিয়েছেন দেশের প্রাক্তন সরকারি আধিকারিকরা।