ISL 2024-25

টানা পাঁচ ম্যাচে হার মহমেডানের, কেরলের বিরুদ্ধে তিন গোল হজম সাদা-কালো ব্রিগেডের

টানা পাঁচ ম্যাচে হেরে বেশ বেকায়দায় সাদা-কালো ব্রিগেড। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে রবিবার তিন গোল হজম করলেন মহমেডানের গোলরক্ষক ভাস্কর রায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ২১:৩২
Share:

আন্দ্রে চেরনিশভ। —ফাইল চিত্র।

আরও একটি ম্যাচে হারল মহমেডান। আইএসএলের লিগ টেবিলে সকলের নীচে তারা। টানা পাঁচ ম্যাচে হেরে বেশ বেকায়দায় সাদা-কালো ব্রিগেড। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে রবিবার তিন গোল হজম করলেন মহমেডানের গোলরক্ষক ভাস্কর রায়।

Advertisement

আইএসএলে ১২ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট পেয়েছে মহমেডান। আইলিগ জিতে আইএসএল খেলতে আসা দল এখন বেশ চাপে। ১২টি ম্যাচের মধ্যে মাত্র একটি জিততে পেরেছে তারা। ড্র করেছে দু’টি ম্যাচে। বাকি ন’টি ম্যাচেই হারতে হয়েছে মহমেডানকে।

রবিবার প্রথমার্ধে কোনও গোল খায়নি মহমেডান। কেরলের মাঠ থেকে অন্তত এক পয়েন্ট আনতে পারলেও তা আত্মবিশ্বাস দিতে পারত দলকে। কিন্তু দ্বিতীয়ার্ধে গোলরক্ষকের দোষেই পিছিয়ে পড়ে মহমেডান। ৬২ মিনিটে কর্নার পেয়েছিল কেরল। নোয়া সাদাউই কর্নার থেকে বল ভাসিয়ে দেন মহমেডানের গোল লক্ষ্য করে। কিন্তু ভাস্কর সেই বল বাইরে বার করতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন। ০-১ গোলে পিছিয়ে যায় মহমেডান।

Advertisement

৮০ মিনিটের মাথায় ব্যবধান বৃদ্ধি করেন সেই নোয়া। সেখানেও রক্ষণের ভুলে গোল হজম করতে হয় মহমেডানকে। বল ক্লিয়ার করতে গিয়ে বিপক্ষের পায়ে তুলে দেন ডিফেন্ডারেরা। নোয়াকে লক্ষ্য করে ক্রস তোলেন কেরলের ১৮ বছর বয়সি উইঙ্গার কোরৌ সিংহ থিঙ্গুজাম। হেডে গোল করেন নোয়া। ৯০ মিনিটে তৃতীয় গোল হজম করে মহমেডান। গোল করেন কেরলের অ্যালেক্সান্ডার কোয়েফ। পরিবর্ত হিসাবে নামা সেই ফুটবলার একের বিরুদ্ধে এক অবস্থায় পরাস্ত করেন মহমেডানের গোলরক্ষককে। ০-৩ হেরে কেরল থেকে ফিরছে মহমেডান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement