Terrorist Arrested in Canning

ক্যানিংয়ে ধৃত কাশ্মীরের জঙ্গিকে হাজির করানো হল কোর্টে, ৩১ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজত

ক্যানিং থেকে গ্রেফতার হওয়া কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সিকে রবিবার আলিপুর আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ২১:৩৭
Share:

৩১ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজত ক্যানিংয়ে ধৃত কাশ্মীরের জঙ্গির। —প্রতীকী চিত্র।

ক্যানিং থেকে গ্রেফতার হওয়া কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সিকে রবিবার আলিপুর আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। তদন্তের জন্য তাঁকে ট্রানজ়িট রিমান্ডে কাশ্মীরে নিয়ে যাওয়া হবে বলে খবর।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরের শ্রীনগরে তানপুরাতে থাকেন জাভেদ। ক্যানিংয়ে এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন তিনি। শনিবার জম্মু ও কাশ্মীর পুলিশ এবং কলকাতা পুলিশের যৌথ অভিযানে সেখান থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। পুলিশ সূত্রে আরও খবর, কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের সদস্য তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানিংয়ে নিজের শালার বাড়িতে এসেছিলেন জাভেদ। তাঁর শালা পেশায় শাল ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর স্ত্রী বলেন, ‘‘জাভেদ আমার ননদের স্বামী হন। যে দিন তিনি এসেছিলেন আমাদের বাড়িতে, সে দিনই তাঁকে গ্রেফতার করা হয়েছে।’’ ধৃতের জঙ্গিযোগ নিয়ে প্রশ্ন করা হলে ওই মহিলা বলেন, ‘‘আমার ননদের সঙ্গে ২৫ বছর আগে বিয়ে হয়েছে জাভেদের। ও কী করে, কিছুই জানি না। পুলিশও জিজ্ঞেস করেছে একই প্রশ্ন। আমরা জানিয়েছি যে জাভেদ আমাদের আত্মীয়। এখানে আসতে চেয়েছিলেন। আমরা বলেছি, এসো। এর থেকে বেশি কিছু জানি না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement