Lottery Horoscope Prediction for New Year 2025

২০২৫ সালে কোন রাশির জাতক-জাতিকাদের লটারিভাগ্য ভাল থাকবে?

জ্যোতিষশাস্ত্র মতে নতুন বছরে রাশি অনুযায়ী অনেকেরই আর্থিক দিকে উন্নতি রয়েছে। বহু রাশির জাতক-জাতিকাদের লটারিতে পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১০:৫৭
Share:
০১ ১৬

পুরনো বছর শেষ হয়ে শুরু হচ্ছে নতুন বছর ২০২৫। সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই বছরের মূলাঙ্ক ৯, অর্থাৎ এই বছরটি হল মঙ্গলের বছর।

০২ ১৬

জ্যোতিষশাস্ত্র মতে এই নতুন বছরে রাশি অনুযায়ী অনেকেরই আর্থিক দিকে উন্নতি রয়েছে। বহু রাশির জাতক-জাতিকাদের লটারিতে পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে।

Advertisement
০৩ ১৬

তবে লটারিতে টাকা পাওয়ার জন্য বিশেষ কিছু যোগের সংযোগ প্রয়োজন, যেমন বৃহস্পতি-চন্দ্রের গজকেশরী যোগ।

০৪ ১৬

তার সঙ্গে কেতু ও শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদেরও প্রয়োজন রয়েছে। এই যোগ যখন হয় তখন লটারিতে পুরস্কার পাওয়া যায়। দেখে নেব কোন কোন রাশি সেই তালিকায় রয়েছে।

০৫ ১৬

মেষ– নতুন বছরে মেষ রাশির ব্যক্তিদের লটারির ভাগ্য বিশেষ ভাল নয়। সারা বছর চেষ্টা চালিয়ে যেতে পারেন। তবে আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা বিশেষ নেই।

০৬ ১৬

বৃষ– ২০২৫-এ বৃষ রাশির অর্থভাগ্য মোটামুটি থাকবে। বছরের মধ্য ভাগের পর থেকে লটারির টিকিট কাটলেও কাটতে পারেন। তবে ধৈর্য হারালে চলবে না।

০৭ ১৬

মিথুন– মিথুন রাশির ব্যক্তিদেরও আর্থিক দিক মোটামুটি ভাবে চলবে। লটারি কেটে খুব বড় মাপের কোনও পুরস্কার প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বিশেষ নেই। লটারি থেকে সামান্য অঙ্কের পুরস্কার পেলেও পেতে পারেন।

০৮ ১৬

কর্কট– নতুন বছরে কর্কট রাশির জাতক-জাতিকারা লটারির প্রতি খুব বেশি মাত্রায় আবেগি হবেন না। নিজের আবেগ এই বছর ধরে রাখাই শ্রেয়। মাঝেমধ্যে কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।

০৯ ১৬

সিংহ– ২০২৫ সিংহ রাশির ব্যক্তিদের জন্য স্মরণীয় বছর হতে পারে। কারণ, সিংহ রাশির লোকেরা এই বছর লটারিতে খুব বড় অঙ্কের পুরস্কার পেতে পারেন। নতুন বছরে এই রাশির লোকেদের ভাগ্যের চাকা ভালর দিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লটারি কেটে দেখতে পারেন।

১০ ১৬

কন্যা– কন্যা রাশির আর্থিক দিকে কোনও পরিবর্তন হয়তো হবে না, তবে গত বছরের থেকে এই বছর সামান্য হলেও আর্থিক উন্নতি দেখতে পাবেন। খুব বেশি না হলেও সামান্য অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।

১১ ১৬

তুলা– নতুন বছরটি তুলা রাশির জন্য জ্যাকপট বছর হতে পারে। এই বছরে ভাগ্য বদলানোর ষোলো আনা সুযোগ রয়েছে। কিন্তু বছরের শুরুতেই লটারি কেটে লাভের মুখ দেখবেন না। বছরের মধ্য ভাগ বা শেষের দিকে লটারির টিকিট কেটে দেখতে পারেন।

১২ ১৬

বৃশ্চিক– ২০২৫ বৃশ্চিক রাশির জন্যও খুব ভাল আর্থিক উন্নতি নিয়ে আসতে চলেছে। বৃশ্চিক রাশির ব্যক্তিদের এই বছরটি খুব ভাল কাটবে। তাই নির্দ্বিধায় লটারির টিকিট কাটতে পারেন। ভাল সময় আপনার সঙ্গ দিতেই পারে।

১৩ ১৬

ধনু– ধনু রাশির ক্ষেত্রেও ২০২৫ সাল দারুণ চমক নিয়ে আসতে চলেছে। এই বছর লটারি থেকে টাকা পাওয়ার একটা বড় সুযোগ ধনু রাশির জাতক-জাতিকারা পেতে পারেন। মন চাইলে লটারির টিকিট কেটে ভাগ্য পরখ করে দেখতেই পারেন।

১৪ ১৬

মকর– নতুন বছরে মকর রাশির ব্যক্তিদের লটারিতে পুরস্কার জেতার বিশেষ কোনও সম্ভাবনা নেই। কিন্তু কমবেশি চেষ্টা চালিয়ে যেতে পারেন। অধৈর্য হলে চলবে না।

১৫ ১৬

কুম্ভ– কুম্ভ রাশির জন্য নতুন বছরটি স্বপ্নের বছর হতে চলেছে। এই বছর আপনার ভাগ্যে লটারিতে পুরস্কার জেতার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন বছরে হঠাৎ অর্থ লাভ হতে পারে।

১৬ ১৬

মীন– নতুন বছরে মীন রাশির ভাগ্যের চমক দেখে অন্যেরা অবাক হতে পারেন। মীন রাশির ব্যক্তিরা এই বছর লটারি জেতার খুব বড় সুযোগ পেতে পারেন। ভাগ্য পরখ করে দেখতে চাইলে লটারির টিকিট কাটতেই পারেন। (লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement