Dhanteras 2024

ধনতেরসের দিন ঝাঁটা কেনা কি সত্যিই শুভ? কোন জিনিসগুলি কেনা অশুভ?

ধনতেরসের দিন কয়েকটি জিনিস কেনা যেমন শুভ, ঠিক তেমনই কিছু জিনিস রয়েছে যেগুলি এই দিন কেনা উচিত নয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ০৮:৫১
Share:

—প্রতীকী ছবি।

২৯ অক্টোবর মঙ্গলবার, ধনতেরস। এই উৎসব হিন্দু ধর্মের মানুষদের কাছে গুরুত্বপূর্ণ। এই দিন লক্ষ্মীদেবী, কুবেরের সঙ্গে ধন্বন্তরির পুজো করা হয়। তাই এই তিথি ধনত্রয়োদশী এবং ধন্বন্তরি জয়ন্তী নামেও পরিচিত। এই দিন কয়েকটি জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে খেয়াল রাখতে হবে, এমন কিছু জিনিস রয়েছে যেগুলি এই দিন একেবারেই কেনা উচিত নয়। এর ফলে সৌভাগ্যের বদলে দুর্ভাগ্য নেমে আসতে পারে। জেনে নেব এই দিন কী কেনা উচিত এবং কী কেনা উচিত নয়।

Advertisement

এই দিন কী কী কেনা শুভ:

১) কথিত রয়েছে, এই দিন যদি সোনা কেনা যায় তা হলে ধনসম্পত্তি তিন গুণ বৃদ্ধি পায়।

Advertisement

২) রুপোর কয়েন বা রুপোর অন্যান্য জিনিস কেনাও এই দিন শুভ বলে মানা হয়। বিশেষ করে রুপোর গয়না যদি বাড়ির মহিলাদের উপহার দিতে পারেন তা হলে খুবই ভাল হয়।

৩) এই দিন বাড়িতে অবশ্যই নুন কিনবেন এবং সেই নুন দিয়েই বাড়ির সমস্ত রান্না করবেন।

৪) কথিত রয়েছে এই দিন নতুন ঝাঁটা কিনলে সকল ঋণ থেকে মুক্তি পাওয়া যায়।

৫) ধনতেরসের দিন গুড়ের বাতাসা, গাঁট হলুদ, কড়ি, গোমতীচক্র, জায়ফল, হরিতকি, সুপুরি, ধান এই কয়েকটা জিনিস কেনা অত্যন্ত শুভ।

৬) এই দিন কিছুটা ধনে কিনে আনুন এবং তা লক্ষ্মীদেবীর সামনে লাল কাপড়ে মুড়ে রাখুন। পুজো শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ পরের দিন সেই পুঁটলিটা টাকা রাখার জায়গায় রেখে দিন।

৭) বাড়িতে শিশু থাকলে তাকে এই দিন কিছু উপহার দিন।

৮) এই দিন বাড়িতে গণেশ-লক্ষ্মীর মূর্তি কেনা অত্যন্ত শুভ।

এই দিন কী কী কেনা অশুভ:

১) ধনতেরসের দিন লোহা এবং কাচের তৈরি কোনও জিনিস কিনবেন না।

২) এই দিন বাড়িতে কোনও পাত্র কিনে খালি অবস্থায় আনবেন না, তাতে কিছু জিনিস ভরে তবেই বাড়িতে আনবেন।

৩) এই দিন নকল সোনার জিনিস অর্থাৎ নকল গয়না কিনবেন না।

৪) এই দিন অ্যালুমিনিয়ামের কোনও জিনিস বাড়িতে কিনে আনবেন না। এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement