Relationship Astrology

দাম্পত্য জীবনে ঝগড়া দিন দিন বেড়েই চলেছে? সম্পর্কে মাধুর্য ফেরাতে সহজ কিছু কাজ করুন

বৈবাহিক সম্পর্ককে সঠিক ভাবে এগিয়ে নিয়ে যেতে এবং সুখী দাম্পত্য গড়ে তুলতে জ্যোতিষশাস্ত্রে বিশেষ কয়েকটি উপায়ের কথা বলা হয়েছে। সেগুলি সঠিক ভাবে পালন করতে পারলে খুবই উপকার পাওয়া যবে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ১৩:১৫
Share:

—প্রতীকী ছবি।

জীবনের প্রায় প্রতিটি সম্পর্কই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু তার মধ্যেও যে সম্পর্কের গুরুত্ব বিশেষ ভাবে রয়েছে তা হল স্বামী-স্ত্রীর সম্পর্ক। এই ক্ষেত্রে একজন সম্পূর্ণ নতুন মানুষের সঙ্গে আমাদের সারা জীবন কাটাতে হয়। এই সম্পর্ককে নিজের মনের মতো করে গড়ে তুলতে হয়। তবে দাম্পত্য জীবনে নানা কারণে মনোমালিন্য লেগেই থাকে। তবে কারও ক্ষেত্রে সেই ঝামেলা এত বৃদ্ধি পায় যে, সেটি স্বামী-স্ত্রী উভয়েরই মানসিক শান্তির উপর প্রভাব ফেলে। তাই বৈবাহিক সম্পর্ককে সঠিক ভাবে এগিয়ে নিয়ে যেতে এবং সুখী দাম্পত্য গড়ে তুলতে জ্যোতিষশাস্ত্রে বিশেষ কয়েকটি উপায়ের কথা বলা হয়েছে। সেগুলি সঠিক ভাবে পালন করতে পারলে খুবই উপকার পাওয়া যবে।

Advertisement

উপায়গুলো দেখে নেব:

১) প্রতি শুক্রবার লক্ষ্মীদেবীর চরণে সিঁদুর অর্পণ করুন, এবং সেই সিঁদুর নিজের সিঁথিতে পরুন।

Advertisement

২) স্বামীকে প্রতি দিন কেশর মিশ্রিত দুধ খেতে দিন।

৩) স্ত্রীরা সব সময় হাতে সোনার চুড়ি এবং গলায় একটা সরু হলেও সোনার চেন পরে থাকুন।

৪) সিঁদুরের কৌটোয় একটা গোমতী চক্র রেখে দিন।

৫) গঙ্গাজলে কিছুটা সিঁদুর এবং গুড় মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন।

৬) বাড়িতে শিব-পার্বতীর বসা ছবির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান।

৭) রাতে ঘুমোনোর সময়ে স্বামীর মাথার কাছে কিছুটা সিঁদুর রেখে দিন এবং পরের দিন সকালে সেই সিঁদুর আপনি নিজে পরুন। খেয়াল রাখবেন ওই সিঁদুর যেন অন্য কেউ না পরে।

৮) বৃহস্পতিবার এবং শুক্রবার কোনও কুমারী মেয়েকে তাঁর পছন্দের খাবার খাওয়ান, তবে সেটা মিষ্টি খাবার হলেই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement