প্রতীকী চিত্র।
কথায় আছে তিন বার মুখে গঙ্গা নাম নিলেই দেহ শুদ্ধ হয়ে যায়। শাস্ত্র অনুযায়ী কলিযুগে যদি কোনও তীর্থ থাকে সেটা হল গঙ্গা। গঙ্গা পুজো করা অত্যন্ত পুণ্য এবং কল্যাণকর কাজ। গঙ্গা দশহরার দিন উপবাস থেকে গঙ্গা পুজো করা অত্যন্ত পুণ্য এবং শুভ কাজ। দশহরা কথার অর্থ হল দশ পাপ হরা বা দশটি পাপ হরণ করা। দশহরা একটি অত্যন্ত পুণ্য তিথি। এই তিথিতে দেবী গঙ্গা মর্ত্যে নেমে এসেছিলেন।
• এই তিথিতে দশবিধ পাপ হরণ করা হয়। দশবিধ পাপ অর্থাৎ পরের জিনিস হরণ, হিংসা, অযথা প্রাণী হত্যা, অবৈধ প্রণয় এগুলি দেহগত পাপ।
• পরের নিন্দা, অহঙ্কারী কথা, মিথ্যা কথা বলা এবং ভুল কথা বলা এই চারটি বাক্যগত পাপ।
• পরের অনিষ্ট চিন্তা করা, পরের জিনিস কামনা করা এবং মিথ্যার প্রতি আসক্তি এই তিনটি মানসিক পাপ।
মানুষ জেনে না জেনে বা নিজের অজান্তেই হোক এই পাপ কর্মগুলো করে চলেছে। তবে এ কথাও ঠিক যে শুভ কর্মে অশুভের বিনাশ এবং পুণ্যকর্মে পাপের ক্ষয় হয়। মনে করা হয় দশহরার দিন পুজো অর্চনা বা কিছু নিয়ম পালনের মাধ্যমে দশজন্মের পাপ এবং এ জন্মের করা দশটি পাপ ক্ষয় হয়।
দেখে নিই নিয়মগুলো কী কী—
• এই দিন অতি অবশ্যই গঙ্গা স্নান করতে হবে।
• ১০টি ফুল ও ১০ রকম ফল সহযোগে গঙ্গা পুজো করতে হবে।
• ১০টি প্রদীপ গঙ্গা দেবীর সামনে জ্বালাতে হবে।
• গঙ্গায় স্নান করার পর গঙ্গা জলে কাঁচা দুধ অর্পণ করুন।