Ganga Dussehra

আগামী রবিবার শ্রী শ্রী গঙ্গা দশহরা, জেনে নিন নির্ঘণ্ট

জ্যৈষ্ঠ মাসের শুক্ল দশমী তিথিতে শ্রী শ্রী ভগীরথ মর্তে আগমন করেন। সগর রাজার সন্তানদের নশ্বর দেহে প্রাণ দানের জন্য শ্রী শ্রী গঙ্গাদেবীকে কপিল মুনির আশ্রম পর্যন্ত আনেন। এই উপলক্ষে শুক্ল দশমী তিথি পূর্ণ গঙ্গা দশহরা হিসাবে পালন করা হয়।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ০৮:৫৫
Share:

ফাইল চিত্র।

জ্যৈষ্ঠ মাসের শুক্ল দশমী তিথিতে শ্রী শ্রী ভগীরথ মর্তে আগমন করেন। সগর রাজার সন্তানদের নশ্বর দেহে প্রাণ দানের জন্য শ্রী শ্রী গঙ্গাদেবীকে কপিল মুনির আশ্রম পর্যন্ত আনেন। এই উপলক্ষে শুক্ল দশমী তিথি পূর্ণ গঙ্গা দশহরা হিসাবে পালন করা হয়। এই তিথি উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং বাংলায় বিশেষ ভাবে পালিত হয়। আগামী ২০ জুন বাংলার ৫ আষাঢ় রবিবার শ্রী শ্রী গঙ্গা দশহরা। শাস্ত্রমতে গঙ্গা দশহরা (দশমী) তিথিতে গঙ্গা স্নানে দশবিধ পাপক্ষয় হয়। এই তিথিতে ভক্তিভরে গঙ্গা দেবীর আরাধনা করলে বিশেষ ফল লাভ হয়।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী

দশমী তিথি আরম্ভ–

Advertisement

বাংলা– ৪ আষাঢ়, শনিবার।

ইংরেজি– ১৯ জুন, শনিবার।

সময়– সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট।

দশমী তিথি শেষ–

বাংলা– ৫ আষাঢ়, রবিবার।

ইংরেজি– ২০ জুন, রবিবার।

সময়– বিকেল ৪টে ২২ মিনিট।

শ্রী শ্রী গঙ্গা দশহরা, শ্রী শ্রী গঙ্গা পূজা, শ্রী শ্রী মনসা পূজা, দশমী তিথি মধ্যে গঙ্গাস্নানে দশবিধ পাপক্ষয়।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী

দশমী তিথি আরম্ভ–

বাংলা– ৪ আষাঢ়, শনিবার।

ইংরেজি– ১৯ জুন, শনিবার।

সময়– দুপুর ২টো ২৮ মিনিট ৪৯ সেকেন্ড।

দশমী তিথি শেষ–

বাংলা– ৫ আষাঢ়, রবিবার।

ইংরেজি– ২০ জুন, রবিবার।

সময়– বেলা ১২টা ২২ মিনিট ০৬ সেকেন্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement