নতুন করে প্রেমে পড়তে পারেন। বাড়িতে কোনও খারাপ খবর আসার আশঙ্কা রয়েছে।
চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পাবে। সম্পত্তি নিয়ে কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ। মধুর কথাবার্তার জন্য কর্মস্থানে সুনাম পাবেন। সংসারে অশান্তির জন্য মনখারাপ। মাসের মধ্য ভাগে একটু সাবধানে চলুন। কর্মস্থানে সমস্যা মিটে যেতে পারে। অর্থভাগ্য মধ্যম থাকবে। ব্যবসায় লাভ বাড়তে পারে। ফাটকা ব্যবসার জন্য ভাল সময়। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মসূত্রে বিদেশ ভ্রমণ। নতুন কোনও কাজ শুরু হতে পারে। দাম্পত্য জীবনে সুখের সময়। বাতজ ব্যথায় চলাফেরায় অসুবিধা।