শিশুসন্তানের কোনও কাজে অবাক হতে পারেন। কৃষিজীবীদের সময় একটু খারাপ যাবে।
কোনও অশুভ লক্ষণ দেখতে পাবেন। সম্মান নষ্ট হতে পারে। ব্যবসায় লাভের খবর আসতে পারে। বাইরের লোককে ঘিরে প্রেমে বিবাদ। প্রিয়জনের কাছ থেকে অপমানিত হতে পারেন। আকস্মিক ধনপ্রাপ্তি হতে পারে। শত্রুর সঙ্গে আপসের কথা হতে পারে। বিয়ে নিয়ে আলোচনা। মাসের মধ্য ভাগে কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ। অতিরিক্ত রাগের ফলে বিপদ ঘটতে পারে। চাকরির স্থানে বাধা মানসিক চাপ বাড়াতে পারে। কোনও মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন।