বন্ধুরা আপনার সারল্যের সু্যোগ নিতে পারে। নিজের কারণেই ব্যয় বাড়তে পারে।
সন্তানের জন্য আনন্দ বৃদ্ধি পাবে। খেলাধুলায় সাফল্য মিলতে পারে। অহেতুক বিবাদের জন্য কর্মস্থানে বিড়ম্বনা। অপব্যয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে। সমাজের কোনও কাজে সম্মান বাড়বে। ব্যবসায় ভাল খবর পেতে পারেন। মাসের মধ্যভাগ ভাল-মন্দ মিশিয়ে কাটবে। মায়ের প্রতি ক্ষোভ বৃদ্ধি পেতে পারে। লটারি থেকে কিছু পেতে পারেন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। মুখের কোনও অংশে যন্ত্রণা বৃদ্ধি। শেষের দিকে আয়ের পথে একটু বাধা থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন। বিয়ের বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।