প্রতীকী চিত্র।
কিছু নিয়ম রয়েছে যা বাড়িতে মানিপ্ল্যান্ট রাখলে মেনে চলতেই হবে। এই নিয়মগুলি মেনে না চললে বাড়িতে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে।
অর্থ ভাগ্যকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে কে না চান। আর্থিক বৃদ্ধি সকলেরই আশা থাকে। বাস্তু অনুযায়ী আমরা সকলেই জানি যে বাড়িতে মানিপ্ল্যান্ট রাখা অত্যন্ত শুভ। মানিপ্ল্যান্ট যে কোনও বাড়িতেই রাখা যায়। তবে অবশ্যই অত্যন্ত যত্ন সহকারে এই গাছ বাড়িতে রাখতে হবে। তবেই সংসারে উন্নতি আসবে। সঠিক নিয়ম এবং যত্ন যদি না করা হয় এর উল্টোটা হতে দেখা যায়।
মানিপ্ল্যান্ট রাখার সঠিক কিছু নিয়ম—
১) মানিপ্ল্যান্ট কখনওই সরাসরি মাটিতে বসানো যাবে না। এটি টবে বসাতে হবে।
২) এই গাছ বাড়ির উত্তর পূর্ব কোণে রাখা যাবে না। এতে আর্থিক সমস্যা হতে পারে।
৩) এই গাছ বাড়ির দক্ষিণ-পূর্ব কোণেও রাখতে নেই। এতে বাড়ির মানুষের মধ্যে সম্পর্ক খারাপ হয়।
৪) এই গাছ রাখতে হবে বাড়ির উত্তর বা পূর্ব কোণে।
৫) মানিপ্ল্যান্টের পাতা যদি হলুদ হয়ে যায় বা শুকিয়ে যায় তা হলে দ্রুত সেই পাতা গাছ থেকে তুলে ফেলতে হবে।
৬) মানিপ্ল্যান্ট এমন জায়গায় রাখতে হবে যেন তা সব সময় মাথার ওপরে থাকে।
৭) এই গাছ নীল রঙের টব বা ফুলদানিতে রাখতে হবে।