প্রতীকী চিত্র
জীবনে কোনও না কোনও সময় আর্থিক সমস্যার মুখোমুখি প্রায় সবাইকেই হতে হয়। এই ধরনের সমস্যা অনেক ক্ষেত্রে বাস্তুদোষের কারণে হয়ে থাকে। এই সব সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সবার আগে বাস্তুকে দোষমুক্ত করতে হবে। সহজ কিছু উপায়ের মাধ্যমে আমরা বাস্তুকে দোষমুক্ত করতে পারি।
দেখে নেওয়া যাক উপায়গুলি কী কী—
১) বাড়ির ঈশান কোণে সকাল সন্ধ্যা ধূপ দ্বীপ জ্বালার সঙ্গে অবশ্যই ধুনো জ্বালতে হবে। ঈশান কোণে ধুনো জ্বাললে বাড়ি পজেটিভ এনার্জিতে ভরে থাকে এবং আর্থিক উন্নতি হয়।
২) পুজো করার সময় চন্দন ঘষে সরাসরি সেই চন্দন ঠাকুরকে দেওয়া হয় একেবারেই উচিত নয়। চন্দন ঘষার পর তা একটা পাত্রে রেখে তার পর ঠাকুরকে দিতে হয়।
৩) ঠাকুরের আসনে অনেকেই আলোর ব্যবস্থা রাখেন। এই আলো অবশ্যই হলুদ রঙের হতে হবে।
৪) প্রত্যেক পূর্ণিমায় চালের পায়েস তৈরি করে বাড়ির সকল সদস্যরা খান। এই পায়েস অবশ্যই চিনি দিয়ে তৈরি করুন, গুড় দিয়ে নয়।
৫) সকাল বা সন্ধ্যাপুজোর শেষে দিনে এক বার অন্তত কর্পুর দিয়ে আরতি করতে হবে।
৬) পুজো করার সময় বিশেষ করে মহিলারা উলের আসন ব্যবহার করুন। সেই আসন হলুদ, লাল বা গোলাপি হওয়াই ভাল।
৭) রান্নাঘরে বসে খাবার খাওয়া উচিত নয় বা রান্না করতে করতে খাবার তুলে মুখে দিতে নেই।
৮) বাড়ির বাথরুম মাঝে মাঝে নুন দিয়ে পরিষ্কার করা অত্যন্ত ভাল।