হাতের রেখার বিচার করে জেনা সম্ভব ক’টি সন্তান হতে পারে।
সন্তান সুখে সুখী হতে সব মা বাবাই চান। বাড়িতে অন্তত একটা সন্তান না থাকলে যেন বাড়ির পরিবেশ বেমানান থেকে যায়। তবে আমরা কেউ জানি না যে আমাদের ক’টা সন্তান হতে পারে। তবে নিজের হাতের রেখার বিচার নিজেই করে এই সমস্যার সমাধান সম্ভব।
ক’টা সন্তান হবে জানার উপায়—
• হাতের বুড়ো আঙুলের নীচে এবং সবচেয়ে ছোট আঙুলের নীচে শুক্র পর্বতের পাশের ছোট রেখা সন্তান রেখা হিসেবে পরিচিত। এই রেখা খুব বেশি স্পষ্ট থাকলে পুত্র সন্তান এবং হাল্কা থাকলে কন্যা সন্তান হওয়া বোঝায়।
• হাতের রেখা অনুযায়ী শুক্রের স্থান অর্থাৎ বুড়ো আঙুলের নীচের স্থান যদি খুব উঁচু হয় তা হলে একটি সন্তান হওয়া বোঝায়।
• হাতের রেখায় বুধের স্থান খুব উঁচু এবং সন্তান রেখা খুব স্পষ্ট হলে ৩ কন্যা সন্তান এবং ৪ পুত্র সন্তানের অধিকারী হওয়া বোঝায়। এই ধরনের সন্তানরা খুবই জ্ঞানী হয়ে থাকেন।
• অনেক সময় দেখা যায় হাতের রেখায় যে কোনও একটি সন্তান রেখা অত্যন্ত স্পষ্ট থাকে। সে ক্ষেত্রে তাঁরা একটি সন্তানকেই বেশি ভালবাসেন।
• যদি কোনও ক্ষেত্রে পুরুষের হাতের রেখায় সন্তান রেখা স্পষ্ট না থাকে, তাতেও চিন্তার কোনও কারণ নেই। সে ক্ষেত্রে স্ত্রীর হাতের রেখা ভাল ভাবে দেখা প্রয়োজন। মনে করা হয় যে পুরুষদের তুলনায় মহিলাদের সন্তান রেখা বেশি স্পষ্ট থাকে।
• হাতের রেখায় সন্তান রেখা যদি খুব অস্পষ্ট থাকে তা হলে সন্তান দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে।