বাড়ির উত্তর-পূর্ব কোণে বাস্তুদোষ থাকলে সন্তানদের ওপর নানা সমস্যা আসতে থাকে।
বাড়িতে যদি কোনও ভাবে বাস্তুদোষ না থাকে তা হলে সেই বাড়ির মানুষের জীবন থাকে সুখ সমৃদ্ধিতে ভরপুর। দুঃখ তাঁদের সেই ভাবে ছুঁতে পারে না। কিন্তু বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তা হলে জীবন হয়ে পড়ে অত্যন্ত যন্ত্রণাদায়ক। এ ছাড়া যদি সন্তানের ওপর কোনও বাধা আসে, তা হলে সেই জীবনে যন্ত্রণা আরও বেড়ে যায়। সেই কারণে সর্বপ্রথম দেখা প্রয়োজন বাড়িতে বাস্তুদোষ রয়েছে কি না।
বাড়ির এক একটি কোণের বাস্তুদোষের ফলাফল এক এক রকম হয়। যেমন উত্তর-পূর্ব কোণ থেকে সন্তানের বিচার করা হয়। যদি বাড়ির উত্তর-পূর্ব কোণে কোনও রকম বাস্তুদোষ থাকে তা হলে সন্তানদের ওপর নানা সমস্যা আসতে থাকে।
বাড়ির উত্তর-পূর্ব দিকে ছোটখাটো কিছু পরিবর্তনের মাধ্যমে সন্তানকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দেওয়া সম্ভব হতে পারে এবং সন্তানের জীবন থেকে বাধা বিপত্তি দূরে রাখা যেতে পারে।
বাড়ির উত্তর-পূর্ব কোণের বাস্তু টিপস—
• প্রথমত এই দিকের দেওয়ালের রং হতে হবে সাদা।
• এই দিকে জানালা থাকলে অবশ্যই সাদা রঙের পর্দা ঝোলাতে হবে।
• এই দিকে যদি কোনও আসবাবপত্র থাকে তাও সাদা রঙের হতে হবে।
• এই দিকে টবে মাটি রেখে তাতে সাদা ফুলের গাছ লাগাতে হবে।
• এই দিকের দেওয়ালে সাদা রঙের কোনও ছবি লাগানো যেতে পারে।
• এক কথায় এই দিকের যা কিছু সব সাদা রঙের করতে হবে। এর ফলে বাড়ির সন্তানের জীবন হবে মসৃণ এবং সুখ সমৃদ্ধিময়।