Astrological Tips

কুম্ভ রাশিতে শনি, আপনার জন্য গ্রহের এই অবস্থান কি আদৌ শুভ? না কি ভয়ের!

জ্যোতিষশাস্ত্র মতে বারোটি রাশির উপর বিভিন্ন গ্রহ প্রতিনিয়ত প্রদক্ষিণ করে চলেছে। ফলে গ্রহের প্রভাবে কোনও একটি বিশেষ রাশির জীবনে পরিবর্তন আসতে চলেছে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৩ ২০:০৮
Share:

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য শনির প্রভাব শুভ না অশুভ ? ছবি: সংগৃহীত।

আমাদের প্রত্যেকের জীবনে গ্রহ-নক্ষত্রের ভূমিকা রয়েছে। নানা সময়ে এই গ্রহগুলি বিভিন্ন রাশির উপর শুভ-অশুভ ফল দান করে। এ ছাড়া, গ্রহগণ অবিরত প্রদক্ষিণ করে চলেছে। জ্যোতিষশাস্ত্র মতে বারোটি রাশির উপর এই গ্রহগুলি প্রতিনিয়ত প্রদক্ষিণ করে চলেছে। এক-একটি গ্রহ নির্দিষ্ট সময়ে এক এক রাশিতে অবস্থান করে। যেমন গ্রহরাজ শনি প্রত্যেক রাশিতে কম বেশি দু’বছর ছয় মাস অবস্থান করে। শনি গ্রহের গোচর কালে কোনও জন্মকালীন অবস্থান রত গ্রহের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে বিভিন্ন শুভ-অশুভ ফল হতে পারে। যেমন বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। এ ছাড়া, অন্যান্য গ্রহের অবস্থানের ফলে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন ঘটবে।

Advertisement

নাড়ি জ্যোতিষ মতে, কুম্ভ রাশিতে জন্মকালীন বিভিন্ন গ্রহের অবস্থান কী কী ফল দান করবে?

কুম্ভ রাশিতে জন্মকালীন রবির অবস্থান

Advertisement

এই অবস্থানের ফলে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পিতা অথবা পুত্রের সঙ্গে মত বিরোধ হতে পারে। এ ছাড়া, পিতার কর্মক্ষেত্রেও সমস্যা বা মত বিরোধের আশঙ্কা রয়েছে।

কুম্ভ রাশিতে জন্ম কালীন চন্দ্রের অবস্থান

এই অবস্থানের ফলে জাতক-জাতিকাদের কর্ম পরিবর্তন বা কর্মক্ষেত্রের পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশিতে জন্ম কালীন মঙ্গলের অবস্থান

এই অবস্থানের ফলে জাতক-জাতিকাদের মানসিক অশান্তি, পেশা বা কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।

কুম্ভ রাশিতে বুধের অবস্থান

বুধের অবস্থান বিদ্যার ক্ষেত্রে খুবই শুভ। ফলে জাতক-জাতিকাদের কর্ম বা পেশা সংক্রান্ত বিষয়ে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশিতে বৃহস্পতির অবস্থান

বৃহস্পতির অবস্থান এই রাশির জাতক-জাতিকাদের পেশায় সফলতা আনবে।

কুম্ভ রাশিতে শুক্রের অবস্থান

এই অবস্থান বিবাহের জন্য শুভ। তাই এ সময়ে জাতক-জাতিকাদের বিবাহের যোগ রয়েছে। এ ছাড়া, গৃহে নতুন সদস্য আসার সম্ভাবনা রয়েছে (কন্যা সন্তানের জন্ম) এবং আর্থিক স্বচ্ছলতাও বৃদ্ধি বতে পারে।

কুম্ভ রাশিতে শনির অবস্থান

এই অবস্থান কর্মের উপর বিশেষ প্রভাব ফেলবে। কর্ম বৃদ্ধি বা কর্ম জীবনের পরিবর্তন হতে পারে। তবে কর্ম সংক্রান্ত মানসিক চাপও বাড়তে পারে।

কুম্ভ রাশিতে রাহুর অবস্থান

রাহুর অবস্থানের ফলে এই রাশির জাতক-জাতিকাদের অলসতা বৃদ্ধি হবে।

কুম্ভ রাশিতে কেতুর অবস্থান

কেতুর অবস্থানের ফলে বিভিন্ন কাজকর্মে সমস্যা তৈরি হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement